আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

সিদ্ধান্ত পুনর্বিবেচনা, মাঠে ফিরতে প্রস্তুত ক্রিকেটাররা

স্পোর্টস রিপোর্টার

সিদ্ধান্ত পুনর্বিবেচনা, মাঠে ফিরতে প্রস্তুত ক্রিকেটাররা

ক্রিকেটারদের নিয়ে নেতিবাচক মন্তব্য করে আলোচনায় ছিলেন বিসিবি পরিচালক এম নাজমুল ইসলাম। এর প্রতিবাদে গতকাল বিপিএলের দুই ম্যাচ বয়কট করেন ক্রিকেটাররা। নিজেদের অবস্থানে অটুট থাকা ক্রিকেটাররা সিদ্ধান্ত পুনর্বিবেচনা করে মাঠে ফিরতে প্রস্তুত। এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানিয়েছে ক্রিকেটারদের সংগঠন কোয়াব।

বিজ্ঞাপন

বর্তমানে বাংলাদেশ নারী দল টি-টোয়েন্টি বিশ্বকাপের বাছাইপর্ব খেলতে আছে নেপালে। এছাড়া সামনে আছে টি-টোয়েন্টি বিশ্বকাপ এবং অনূর্ধ্ব-১৯ দল আগামীকাল থেকে শুরু করবে তাদের বিশ্বকাপ মিশন। পাশাপাশি বিপিএলকে গুরুত্বপূর্ণ টুর্নামেন্ট হিসেবে বিবেচনা করেন ক্রিকেটাররা। সবকিছু বিবেচনা করে সিদ্ধান্ত পুনর্বিবেচনা করছে কোয়াব। নিজেদের মধ্যে আলোচনার পর এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানানো হয়েছে।

এর আগে ক্রিকেটারদের শান্ত করতে এম নাজমুল ইসলামকে কারণ দর্শানোর নোটিস দেয় বিসিবি। পাশাপাশি বিসিবির অর্থ কমিটি থেকে সরিয়ে দেওয়া হয়। বিসিবির নেওয়া দুই সিদ্ধান্তকে স্বাগত জানায় কোয়াব। পাশাপাশি এম নাজমুল ইসলাম প্রকাশ্যে ক্ষমা জানাবেন বলেও আশাবাদী তারা। প্রকাশ্যে ক্ষমা চাওয়ার পাশাপাশি কারণ দর্শানোর বিষয়টি প্রক্রিয়াধীন থাকলে শুক্রবার থেকে বিপিএল খেলতে মাঠে ফেলতে কোনো সমস্যা নেই বলেও জানায় কোয়াব।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন