সেঞ্চুরিতে ডু প্লেসির জোড়া রেকর্ড

স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ৩০ জুন ২০২৫, ১৭: ৩২
আপডেট : ০১ জুলাই ২০২৫, ১৯: ০৯

মেজর লিগ ক্রিকেটে নিজেদের সবশেষ ম্যাচে এমআই নিউইয়র্ককে ৩৯ রানে হারিয়েছে টেক্সাস সুপার কিংস। ফ্রাঞ্চাইজিটির জয়ের দিনে সেঞ্চুরি হাঁকিয়ে জোড়া রেকর্ড গড়েছেন ফাফ ডু প্লেসি।

আগে ব্যাট করতে নেমে স্কোরবোর্ডে ২২৩ রান জড়ো করে টেক্সাস। দলটির হয়ে ৫৩ বলে ১০৩ রানের অপরাজিত ইনিংস খেলেন ডু প্লেসি। তাতেই টি-টোয়েন্টি ক্রিকেটে ৪০ পেরোনো একমাত্র ব্যাটার হিসেবে দুটি সেঞ্চুরির মালিক বনে গেছেন দক্ষিণ আফ্রিকার সাবেক অধিনায়ক। এর আগে গত ২০ জুন সান ফ্রান্সিসকো ইউনিকর্নসের বিপক্ষে শতক হাঁকান। সেদিন তার বয়স ছিল ৪০ বছর ৩৪৩ দিন।

বিজ্ঞাপন

টি-টোয়েন্টিতে অধিনায়ক হিসেবে এটা ডু প্লেসির অষ্টম সেঞ্চুরি। এর মাধ্যমে অধিনায়ক হিসেবে এই সংস্করণে সর্বাধিক শতকের মালিক বনে গেছেন তারকা ব্যাটার। রেকর্ড গড়ার পথে বাবর আজম ও মাইকেল ক্লিঙ্গারকে পেছনে ফেলেছেন প্রোটিয়া ক্রিকেটার। কুড়ি ওভারের ক্রিকেটে অধিনায়ক হিসেবে সমান সাতটি করে সেঞ্চুরি করেছেন বাবর ও ক্লিঙ্গার।

ডু প্লেসির রেকর্ড সেঞ্চুরির দিনে ১৮৪ রানে থামে নিউইয়র্ক। মূলত আকিল হোসেইনের কিপ্টে বোলিংয়েই হারতে হয়েছে তাদের। দলের বাকি বোলারদের অসহায়ত্বের দিনে ৪ ওভারে মাত্র ১৫ রান দেন এই ক্যারিবিয়ান ক্রিকেটার। বিনিময়ে তুলে নেন ৩ উইকেট।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত