পিএসএল

সবার আগে রিজওয়ানদের বিদায়

স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০১ মে ২০২৫, ২০: ৫০

পাকিস্তান সুপার লিগের (পিএসএল) চলমান আসরের শুরু থেকেই নিজেদের হারিয়ে খুঁজছিল মুলতান সুলতান্স। এবার প্রথম দল হিসেবে পাকিস্তানের ফ্রাঞ্চাইজি লিগটির দশম আসর থেকে বিদায় নিলো মোহাম্মদ রিজওয়ানের নেতৃত্বাধীন দলটি।

নিজেদের সবশেষ ম্যাচে বৃহস্পতিবার (১ মে) ডেভিড ওয়ার্নারের করাচি কিংসের কাছে ৮৭ রানে হেরে যায় মুলতান। এ নিয়ে আট ম্যাচের মধ্যে সাতটিতেই হারের তিক্ত অভিজ্ঞতা হলো ফ্রাঞ্চাইজিটির। ২ পয়েন্ট নিয়ে টেবিলের তলানীতে অবস্থান করছে মুলতান।

বিজ্ঞাপন

লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে আগে ব্যাট করে ২০৪ রান জড়ো করে করাচি। ৪৫ বলে ৬৫ রানের ইনিংস খেলেন জেমস ভিন্স। ৪০ রান এনে দেন ইরফান খান। খুশদির শাহ’র অবদান ৩৩ রান।

জবাবে মোহাম্মদ নবি, মির হামজাদের বোলিং তোপে পড়ে ১১৭ রানে অলআউট হয় মুলতান। সর্বোচ্চ ২৯ রান করেন কামরান গোলাম। ২৬ রান আসে ইয়াসির খানের ব্যাট থেকে। দলের বিদায়ের দিন রানের খাতা খুলতে পারেননি রিজওয়ান। করাচির হয়ে ১৪ রানে ৩ উইকেট নেন নবি। হামজা ও খুশদিলের শিকার দুটি করে উইকেট।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত