এশিয়া কাপ শুরু ৯ সেপ্টেম্বর

স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২৬ জুলাই ২০২৫, ১৮: ০২

এশিয়া কাপ কবে শুরু হবে সেটা নিয়ে এখনো কিছু জানায়নি আয়োজক ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। তবে এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) সভাপতি মহসিন নাকভি জানালেন, এশিয়ার সবচেয়ে বড় টুর্নামেন্টটি শুরু হবে আগামী ৯ সেপ্টেম্বর। ফাইনাল হবে ২৮ সেপ্টেম্বর।

আয়োজক ভারতের সঙ্গে বাংলাদেশ ও পাকিস্তানের সাম্প্রতিক টানাপোড়েনের কারণে শঙ্কার মুখে পড়েছিল এশিয়া কাপ। যদিও সম্প্রতি ঢাকায় অনুষ্ঠিত এসিসির সভা শেষে আশার কথা শোনান নাকভি। এশিয়া কাপ নিয়ে বিসিসিআইয়ের সঙ্গে ফলপ্রসু আলোচনা হয়েছে বলে দাবি করেন তিনি।

বিজ্ঞাপন

খুব শিগগিরই টুর্নামেন্টটির সূচি প্রকাশ করবে সংস্থাটি- এমন কথাও শোনান নাকভি। একই তথ্য দেয় টাইমস অব ইন্ডিয়াসহ আরো বেশ কয়েকটি ভারতীয় গণমাধ্যম। এবার বিসিসিআইয়ের আগেই এশিয়া কাপ শুরু এবং শেষের তারিখ জানালেন নাকভি।

সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে দেওয়া বার্তায় নাকভি লিখেছেন, ‘আমি আনন্দের সাথে সংযুক্ত আরব আমিরাতে ২০২৫ সালের এসিসি পুরুষদের এশিয়া কাপের তারিখ নিশ্চিত করছি। মর্যাদাপূর্ণ এই টুর্নামেন্টটি ৯ থেকে ২৮ সেপ্টেম্বর পর্যন্ত অনুষ্ঠিত হবে। আমরা ক্রিকেটের এক দর্শনীয় প্রদর্শনীর জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি! বিস্তারিত সময়সূচী শিগগিরই প্রকাশিত হবে।’

শুক্র-শনিবারও চলবে বিমানবন্দরের শুল্কায়ন কার্যক্রম

প্রধান উপদেষ্টার আদেশে জুলাই সনদের আইনি রূপ দিতে হবে

নভেম্বরের মধ্যে তিস্তা মহাপরিকল্পনা শুরুর দাবিতে অবস্থান কর্মসূচি

আইআরআই’র সঙ্গে নির্বাচনের প্রক্রিয়া ও ইসির নিরপেক্ষতা নিয়ে আলোচনা এনসিপির

দেশে মুক্তি পাচ্ছে জাপানি অ্যানিমে সিরিজ, শিশুদের দেখা নিষেধ

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত