বাংলাদেশ বিমানবাহিনীর আন্তঃঘাঁটি স্কোয়াশ প্রতিযোগিতা সমাপ্ত

স্টাফ রিপোর্টার
প্রকাশ : ২৬ আগস্ট ২০২৫, ২২: ০৬
আপডেট : ২৬ আগস্ট ২০২৫, ২২: ৩৯

বাংলাদেশ বিমান বাহিনীর আন্তঃঘাঁটি স্কোয়াশ প্রতিযোগিতা-২০২৫ এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান ২৬ আগস্ট ২০২৫, মঙ্গলবার যশোরে অবস্থিত বাংলাদেশ বিমান বাহিনী ঘাঁটি বীরশ্রেষ্ঠ মতিউর রহমান-এ অনুষ্ঠিত হয়েছে।

আন্তবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর ) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

বিজ্ঞাপন

আইএসপিআর জানায়, চূড়ান্ত খেলায় বিমান বাহিনী ঘাঁটি জহুরুল হক দল ৩-০ সেটে বিমান বাহিনী ঘাঁটি বীর উত্তম এ কে খন্দকার দলকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। সমাপনী অনুষ্ঠানে সহকারী বিমান বাহিনী প্রধান (প্রশাসন) এয়ার ভাইস মার্শাল রুসাদ দীন আছাদ, ওএসপি, বিপিপি, এনডিইউ, এওডব্লিউসি, পিএসসি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে চূড়ান্ত খেলা উপভোগ করেন এবং বিজয়ী ও উপবিজয়ী দলের মাঝে পুরস্কার বিতরণ করেন।

উক্ত অনুষ্ঠানে ঘাঁটিতে কর্মরত বিমান বাহিনীর সকল কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। গত ২৪ আগস্ট ২০২৫ তারিখে কমান্ড্যান্ট বাংলাদেশ বিমান বাহিনী একাডেমী এয়ার কমডোর শাহ কাওছার আহমদ চৌধুরী, বিএসপি, পিএসসি প্রতিযোগিতার শুভ উদ্বোধন করেন। উল্লেখ্য যে, ০৩ দিনব্যাপী এ প্রতিযোগিতায় বাংলাদেশ বিমান বাহিনীর ৭ টি দল অংশগ্রহণ করে।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত