এশিয়া কাপ

১২ ক্যাচ মিস করে সবার ওপরে ভারত

স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২৫ সেপ্টেম্বর ২০২৫, ২৩: ৩০
আপডেট : ২৫ সেপ্টেম্বর ২০২৫, ২৩: ৩২

এবার এশিয়া কাপে সবচেয়ে বেশি ক্যাচ মিস করেছে কারা? উত্তরটা জানলে অবাক হবে যে কেউ। দলটি যে সুপার ফর্মে থাকা ভারত। এখন পর্যন্ত মহাদেশীয় এ টুর্নামেন্টের হট ফেভারিট অধিনায়ক সূর্যকুমার যাদবের টিমই সবচেয়ে বেশি ক্যাচ ছেড়েছে।

বিজ্ঞাপন

এতে আইসিসির সহযোগী দল হংকংকে পেছনে ফেলেছে ভারত। যারা কিনা সবার আগে নিশ্চিত করেছে এশিয়া কাপের ফাইনালের টিকিট। ভারত এবারের এশিয়া কাপে ক্যাচ মিস করে সব মিলিয়ে ১২টি। ক্যাচ মিসের লিস্টে তাদের পরেই মানে দ্বিতীয় স্থানে রয়েছে হংকং। হংকং থেকে ১১টি ক্যাচ বেশি ছেড়েছে ভারত।

বাংলাদেশের ক্যাচ মিস হয়েছে ৮টি। বাংলাদেশ এই তালিকার তৃতীয় সেরা দল। ৬টি ক্যাচ ছেড়ে শ্রীলঙ্কা রয়েছে চারে। পাকিস্তান ক্যাচ মিস করেছে তিনটি। আর সবচেয়ে কম ক্যাচ ছেড়েছে সংযুক্ত আরব আমিরাত। ৬৯ রানের দাপুটে ইনিংস খেলা সাইফ হাসানের ক্যাচ মিস করেছে তারা চারবার। টি-টোয়েন্টিতে একজন ব্যাটসম্যানের সর্বোচ্চ ক্যাচ ফেলার রেকর্ড এটি ভারতের।


এবারের আসরে সর্বোচ্চ ৮৬.৩ শতাংশ ক্যাচ নিয়েছে পাকিস্তান। ভারত ক্যাচ নিয়েছে ৬৭.৫ শতাংশ। আর বাংলাদেশ নিয়েছে ৭৪.১ শতাংশ। বাংলাদেশের বিপক্ষে সুপার ফোরে ভারত ক্যাচ ছেড়েছে ৫টি।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত