আমরা ভালো ফুটবল খেলেছি: বাটলার

স্পোর্টস রিপোর্টার
প্রকাশ : ০৭ আগস্ট ২০২৫, ০৯: ০০
কোচ পিটার বাটলার

নারী ফুটবলে প্রথমবারের মতো লাওসের মুখোমুখি হয় বাংলাদেশ অনূর্ধ্ব-২০। প্রথম সাক্ষাতেই দুর্দান্ত জয় তুলে নিয়েছে লাল-সবুজের জার্সিধারীরা। লাওসকে লাওসের ঘরের মাঠে হারিয়ে অনূর্ধ্ব-২০ নারী এশিয়ান কাপ বাছাই পর্বের মিশন শুরু করায় খুশি বাংলাদেশ দলের কোচ পিটার বাটলার।

বিজ্ঞাপন

ম্যাচশেষে তিনি বলেন, ‘প্রথম ম্যাচ জয় সব সময় দারুণ কিছু। পরবর্তী ম্যাচে যাওয়ার আগে বোর্ডে পয়েন্ট তোলে নেওয়াটা আমাদের জন্য গুরুত্বপূর্ণ ছিল। তবে এজন্য নার্ভাস, উদ্বেগ থাকে। সব সময় শুরুতে সুযোগ নেওয়ার চেষ্টা করবেন আপনি। আমি মনে করি, আমরা বেশ ভালো ভাবে ডিফেন্ড করেছি। মাঝে কিছুটা ঝুঁকিপূর্ণ সময় ছিল। তবে এভাবেই আমরা খেলছি। হয়তো কিছু মানুষ তা পছন্দ করবে, আবার কিছু মানুষ করবে না। এটাই তো জীবন। তবে আমরা এতে অভ্যস্ত হয়ে গেছি।’

বাটলারের মতে, নারী ফুটবলাররা শিখছেন। তারা যেভাবে খেলছেন তাতে তুষ্ট তিনি। ইংলিশ কোচ বলেন, ‘আমি মনে করি, আমরা সত্যি ভালো ফুটবল খেলেছি। আমরা পেছন থেকে শট নেওয়ার চেষ্টা করেছি। তবে আমি হতাশ ছিলাম, আমরা একটি বাজে গোল হজম করেছি। অবশ্য তারা আমাদের সেভাবে সমস্যায় ফেলতে পারেনি।’

বাটলারের অধীনে নারী ফুটবলে একের পর সাফল্য আসছে। সিনিয়র দল প্রথমবারের মতো এশিয়ান কাপের চূড়ান্ত পর্বে উঠার ইতিহাস গড়েছে। অনূর্ধ্ব-২০ দল সাফের শিরোপা জিতেছে। এবার তার অধীনে জুনিয়র এশিয়ান কাপেও বাংলাদেশ কোয়ালিফাই করবে- এমন প্রত্যাশা করা হচ্ছে। টুর্নামেন্টে চূড়ান্ত পর্বে খেলার লক্ষ্য নিয়েই লাওসে বাছাই পর্বের মিশন কোচ বাটলারের।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত