আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

ফেডারেশন কাপ

ইনসানের গোলে ফাইনালে কিংস

স্পোর্টস রিপোর্টার

ইনসানের গোলে ফাইনালে কিংস

ফেডারেশন কাপের দ্বিতীয় কোয়ালিফায়ার ম্যাচে রোমাঞ্চকর জয় পেয়েছে বসুন্ধরা কিংস। তারা ২-১ গোলে রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস সোসাইটিকে হারিয়ে টুর্নামেন্টের ফাইনালে উঠেছে। ২২ এপ্রিল শিরোপা নির্ধারণী ম্যাচে কিংসের প্রতিপক্ষ আবাহনী লিমিটেড। ফাইনাল ম্যাচটি ময়মনসিংহের রফিক উদ্দিন ভূঁইয়া স্টেডিয়াম হবে।

আজ ফাইনালে ওঠার লড়াইয়ে ময়মনসিংহের মাঠে কিংসের বিপক্ষে প্রথমে এগিয়ে গিয়েছিল রহমতগঞ্জ। খেলার প্রথমার্ধে দুদলের কেউই গোল পায়নি। দ্বিতীয়ার্ধে খেলতে নেমে ৭৫ মিনিটে সোলোমন কিংস পুরান ঢাকার দলটিকে এগিয়ে দেন। বক্সের মধ্যে সতীর্থের কাছ থেকে বল পেয়ে সুযোগ হাতছাড়া করেননি গাম্বিয়ার এই ফরোয়ার্ড। অবশ্য ৭ মিনিটের মধ্যে ম্যাচে ফেরে কিংস। ৮২ মিনিটে বক্সের মধ্যে লং পাস দিয়েছিলেন সাদউদ্দিন। এ বলেই গোল হয়ে যায়। কিন্তু রহমগঞ্জের গোলরক্ষক আহসান হাবিবের সামনে কিংসের খেলোয়াড় ছিলেন। তাই বল ঠেকাতে গিয়ে দ্বিধাদ্বন্দে পড়ে যান আহসান। ১-১ গোলে সমতায় ফিরে উচ্ছ্বাসে মেতে উঠে কিংস শিবির। নির্ধারিত সময় পর্যন্ত স্কোর লাইন ধরে রাখে দুদল। ফলে খেলা গড়ায় অতিরিক্ত আধ ঘণ্টা সময়ে। এ সময়ে সফল হয় কিংসই। ১১৩ মিনিটে ডিফেন্ডার ইনসান হোসেন গোল করেন। গোছানো আক্রমণের পর গোলমুখে বল পেয়ে ইসসান হেডে গোলটি করেন। এটিই ম্যাচে ভাগ্য নির্ধারণ করে দেয়।

বিজ্ঞাপন
Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন