হামজার ব্যাপারে নমনীয় বাফুফে

স্পোর্টস রিপোর্টার
প্রকাশ : ০৩ সেপ্টেম্বর ২০২৫, ০১: ০০
হামজা চৌধুরী

স্বাগতিক নেপালের বিপক্ষে ৬ ও ৯ সেপ্টেম্বর দুটি ফিফা আন্তর্জাতিক প্রীতি ম্যাচ খেলবে বাংলাদেশ। এ দুটি ম্যাচের জন্য বাংলাদেশের প্রাথমিক দলে রাখা হয়েছিল দেওয়ান হামজা চৌধুরীকে। তবে নেপালের বিপক্ষে তার খেলা না খেলা নিয়ে দ্বিধাদ্বন্দ্ব ছিল। অবশেষে বিষয়টি খোলাসা হয়েছে। নেপালের বিপক্ষে খেলছেন না ইংল্যান্ড প্রবাসী এই ফুটবলার। হামজার না খেলার ব্যাপারটি নিশ্চিত করেছেন জাতীয় দলের ম্যানেজার আমের খান।
আজ প্রীতি ম্যাচ খেলার উদ্দেশ্যে নেপালের বিমান ধরবে বাংলাদেশ ফুটবল দল।

বিজ্ঞাপন

গতকাল বাফুফে সভাপতি ও ন্যাশনাল টিমস কমিটির চেয়ারম্যান তাবিথ আউয়ালের সঙ্গে আলোচনা হয়েছে টিম ম্যানেজমেন্টের। হামজার প্রসঙ্গে আমের খান জানান, ‘নেপাল সফরে হামজা আসছেন না। শেষ ম্যাচে তিনি কিছুটা ব্যথা পেয়েছেন। আবার ১৩ সেপ্টেম্বর লেস্টার সিটির খেলা রয়েছে। ক্লাবের সূচি এবং সুস্থতা বিবেচনায় হামজা সেপ্টেম্বর উইন্ডোতে নেপালে খেলবে না, এটা তার এজেন্ট আমাদের জানিয়েছে।’

নেপালের বিপক্ষে ম্যাচে পাওয়ার জন্য হামজা চৌধুরীকে চেয়ে ক্লাব লেস্টার সিটিকে চিঠি দিয়েছিল বাফুফে। ফিফার নিয়ম অনুযায়ী, জাতীয় দলের আন্তর্জাতিক ম্যাচের ৪৮ ঘণ্টা আগে ফুটবলারকে ছাড়তে বাধ্য ক্লাব কর্তৃপক্ষ। সে হিসাবে নেপালের বিপক্ষে দুটি ম্যাচে খেলার কথা ছিল হামজার। আর তাকে ঘিরেই দলের পরিকল্পনা সাজান বাংলাদেশ দলের কোচ হাভিয়ের কাবরেরা।

কিন্তু ফিফার আইন পক্ষে থাকলেও ভবিষ্যতে সম্পর্ক ঠিক রাখতে ক্লাব লেস্টার ও হামজার এজেন্টের সঙ্গে খানিকটা নমনীয়তা মনোভাব দেখাল বাফুফে। তা ছাড়া গত শুক্রবার ইংলিশ লিগ চ্যাম্পিয়নশিপে বার্মিংহাম সিটির বিপক্ষে লেস্টারের হয়ে খেলার সময় পায়ে চোট পান হামজা। বার্মিংহামের কেসি এন্ডারসনের সঙ্গে সংঘর্ষে হামজা পায়ে আঘাত পেয়ে কিছুক্ষণ খুঁড়িয়ে হাঁটার পরই মাঠ ছেড়ে যান বাংলাদেশি এই ফুটবলার। এরপর তাকে ঘিরে শঙ্কা দেখা দেয়। হামজার চোট অবশ্য তেমন বড়কিছু না হলেও তাকে পাচ্ছে না বাংলাদেশ।

সাব-জেলে অভিযুক্ত সেনা কর্মকর্তারা, সরকারের কাছে যে আহ্বান জানালেন ব্যারিস্টার আরমান

অসদাচারণের দায়ে টঙ্গী পাইলট স্কুলের ভারপ্রাপ্ত অধ্যক্ষকে শোকজ

জরুরি অবস্থা জারি করলেন পেরুর প্রেসিডেন্ট

গুম-খুনে জড়িত ১৫ সেনা কর্মকর্তা চাকরিচ্যুত। ট্রাইব্যুনালে হাজির। সাবজেলে প্রেরণ

এবার ১ টাকায় গরুর মাংস বিতরণের ঘোষণা সেই এমপি প্রার্থীর

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত