রাফিনহার শেষ মুহূর্তের গোল

সেল্টা ভিগোকে হারাল বার্সা

স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১৯ এপ্রিল ২০২৫, ২২: ৪৪
আপডেট : ২০ এপ্রিল ২০২৫, ০০: ০১

স্প্যানিশ লা লিগায় দাপট অব্যাহত রেখেছে বার্সেলোনা। নিজেদের সবশেষ ম্যাচে সেল্টা ভিগোকে ৪-৩ গোলে হারিয়েছে কাতালানরা। তাদের এই জয়ের নায়ক ব্রাজিলিয়ান তারকা ফরওয়ার্ড রাফিনহা।

বিজ্ঞাপন

অলিম্পিক লুইস স্টেডিয়ামে ম্যাচের ৬৩ মিনিট পর্যন্ত ৩-১ গোলে পিছিয়ে ছিল বার্সা। সেখান থেকে দারুণভাবে ঘুরে দাঁড়িয়ে শেষ হাসি হেসেছে হান্সি ফ্লিকের দল। তাদের এই জয়ে বৃথা গেছে সেল্টার স্ট্রাইকার বোরজা ইগলেসিয়াসের হ্যাটট্রিক। ম্যাচের বেশিরভাগ সময় পিছিয়ে থাকলেও প্রথম গোলটা করে স্বাগতিকরা। ১২তম মিনিটে জালে বল জড়ান বার্সার স্প্যানিশ ফরওয়ার্ড ফেররান তোরেস। তিন মিনিটের মাথায় সেল্টাকে ম্যাচে ফেরান ইগলেসিয়াস।

প্রথমার্ধে আর কোনো দল গোল করতে পারেনি। ৫২ মিনিটে সেল্টাকে প্রথমবারের মতো এগিয়ে নেন ইগলেসিয়াস। ১০ মিনিট পর আক্রমণভাগের এই খেলোয়াড় হ্যাটট্রিক পূর্ণ করলে স্কোরলাইন ৩-১ হয়। ৬৪ মিনিটে বার্সার হয়ে ব্যবধান কমান দানি ওলমো। ৬৮ মিনিটে রাফিনহা জালের দেখা পেলে ম্যাচে ফেরে শিরোপার দৌঁড়ে এগিয়ে থাকা দলটি। ৩-৩ সমতায় শেষ হয় নির্ধারিত সময়ের খেলা। যোগ করা সময়ের অষ্টম মিনিটে স্পট কিক থেকে রাফিনহা গোল করলে জয় নিশ্চিত হয় বার্সার।

এই হয়ে রিয়াল মাদ্রিদের চেয়ে ৭ পয়েন্ট এগিয়ে গেল টেবিলের শীর্ষে থাকা বার্সা। ৩২ ম্যাচে তাদের সংগ্রহ ৭৩ পয়েন্ট। ৬৬ পয়েন্ট নিয়ে দুইয়ে অবস্থান করছে রিয়াল। বার্সার চেয়ে এক ম্যাচ কম খেলেছে তারা। ৬৩ পয়েন্ট নিয়ে তিনে আছে অ্যাতলেটিকো মাদ্রিদ।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত