নেপাল ম্যাচে অনিশ্চিত হামজা

স্পোর্টস রিপোর্টার
প্রকাশ : ৩০ আগস্ট ২০২৫, ২৩: ০৭
হামজা চৌধুরী

আগামী ৬ ও ৯ সেপ্টেম্বর স্বাগতিক নেপালের বিপক্ষে দুটি ফিফা আন্তর্জাতিক প্রীতি ম্যাচ খেলবে বাংলাদেশ। এরই মধ্যে ম্যাচ দুটির জন্য জাতীয় দলের প্রস্তুতি শুরু হয়েছে। বাংলাদেশ দলের প্রধান কোচ হ্যাভিয়ের কাবরেরার দলে আছেন দেওয়ান হামজা চৌধুরীও।

বিজ্ঞাপন

প্রাথমিক দলে রাখা হয়েছে ইংল্যান্ড প্রবাসী এই ফুটবলারকে। তাকে নিয়ে পরিকল্পনা সাজাচ্ছেন কাবরেরা। তবে আসন্ন দুটি ম্যাচে হামজাকে পাওয়া যাবে কি না, তা নিয়ে শঙ্কা দেখা দিয়েছে। ইংলিশ চ্যাম্পিয়নশিপে লেস্টার সিটির হয়ে ম্যাচ খেলার সময় চোটে পড়েছেন হামজা। তবে তার চোট গুরুতর কি না, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

তবে ম্যাচ শেষে লেস্টার সিটির অধিনায়ক হিসেবে গণমাধ্যমের সঙ্গে কথা বলেন হামজা। তাকে বেশ চনমনেই দেখা যায়। তাছাড়া ফেসবুক পেজে এক পোস্টে ম্যাচের কিছু ছবি দিয়ে হামজা লিখেছেন, ‘বিরতিতে যাওয়ার আগে শেষটা দারুণ হয়েছে। আমরা যেভাবে খেলেছি, আমাদের প্রত্যাশা ও লড়াইয়ের মানসিকতা সবাই উপভোগ করেছেন।’

তার পোস্টেও চোটের ব্যাপারে কোনো তথ্য পাওয়া যায়নি। তবে এই চোটের কারণ দেখিয়ে নেপালের বিপক্ষে আসন্ন আন্তর্জাতিক প্রীতি ম্যাচের জন্য তাকে ক্লাব শেষ পর্যন্ত ছাড়বে কি না- এটাও বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। হামজার চোট পাওয়া চ্যাম্পিয়নশিপের ম্যাচে বার্মিংহাম সিটির জয়রথ থামাল লেস্টার সিটি।

ঘরের মাঠ কিং পাওয়ার স্টেডিয়ামে তারা ২-০ গোলে হারায় বার্মিংহামকে। এতে তিন পয়েন্ট নিশ্চিত করে লেস্টার। ম্যাচের ৭২ মিনিটে চোট পেয়ে মাঠ ছাড়েন লেস্টার অধিনায়ক হামজা।

সাব-জেলে অভিযুক্ত সেনা কর্মকর্তারা, সরকারের কাছে যে আহ্বান জানালেন ব্যারিস্টার আরমান

অসদাচারণের দায়ে টঙ্গী পাইলট স্কুলের ভারপ্রাপ্ত অধ্যক্ষকে শোকজ

জরুরি অবস্থা জারি করলেন পেরুর প্রেসিডেন্ট

গুম-খুনে জড়িত ১৫ সেনা কর্মকর্তা চাকরিচ্যুত। ট্রাইব্যুনালে হাজির। সাবজেলে প্রেরণ

এবার ১ টাকায় গরুর মাংস বিতরণের ঘোষণা সেই এমপি প্রার্থীর

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত