আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

টি-টোয়েন্টিতে ৭ রানে ৮ উইকেট শিকারের বিশ্ব রেকর্ড

স্পোর্টস ডেস্ক

টি-টোয়েন্টিতে ৭ রানে ৮ উইকেট শিকারের বিশ্ব রেকর্ড

আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে অবিশ্বাস্য কীর্তির দেখা মিলল। মাত্র ৭ রান খরচ করে ৮ উইকেট শিকার করে ২০ ওভারের ক্রিকেটে সেরা বোলিংয়ের রেকর্ড গড়েছেন আইসিসি সহযোগী দেশ ভুটানের সোনাম ইয়েশে।

বিজ্ঞাপন

এর আগে টি-টোয়েন্টিতে ইনিংসে ৭ উইকেট শিকারের মাইলফলক ছুঁয়েছেন মাত্র দুজন বোলার। ৮ রানে ৭ উইকেট পেয়ে এ লিস্টের সবার ওপরে ছিলেন মালয়েশিয়ার পেসার সিয়াজরুল ইদ্রুস। ২০২৩ সালে চীনের বিপক্ষে বিস্ময়কর এই পারফরম্যান্স উপহার দিয়েছিলেন তিনি। আর চলতি বছর ভুটানের বিপক্ষে ১৯ রান খরচ করে ৭ উইকেট শিকার করে ছিলেন বাহরাইনের আলী দাউদ।

ভুটানের ২২ বছরের বাঁহাতি স্পিনার সোনাম ইয়েশে মিয়ানমারের বিপক্ষে বোলিং জাদু দেখিয়ে টপকে গেছেন তাদের। ৪ ওভারে মাত্র ৭ রান দিয়ে পেয়েছেন ৮ উইকেটের দেখা!

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন