ব্যাটিং, বোলিং, ফিল্ডিংকে দুষলেন লিটন

স্পোর্টস রিপোর্টার
প্রকাশ : ২৯ মে ২০২৫, ১০: ৫৪
সংবাদ সম্মেলনে লিটন দাস। ছবি: পিসিবি

সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে সিরিজ হারের পর শিশিরের প্রভাবকে বড় দায় দিয়েছিলেন লিটন কুমার দাস। পাকিস্তানের বিপক্ষে প্রথম ম্যাচ হারের পর সেটার সুযোগ ছিল না লিটনের সামনে। বরং ব্যাটিং, বোলিং, ফিল্ডিং তিন বিভাগেই নিজেদের ব্যর্থতা অকপটে মেনে নিলেন তিনি।

বিজ্ঞাপন

ম্যাচের শুরুতে ভালো বোলিং করেছিল বাংলাদেশ। মাত্র ৮ বলের মধ্যে তারা ফিরিয়ে দেয় পাকিস্তানের দুই ওপেনারকে। সাইম আইয়ুব ও ফাখার জামানের বিদায়ের পর স্বাগতিকদের স্কোরকার্ডে তখন ২ উইকেটে ৫ রান।

সেখান থেকে পাকিস্তান ছাড়িয়ে যায় ২০০ রান! যেটা বোলারদের স্পষ্ট ব্যর্থতা। এদিকো বড় লক্ষ্যে তানজিদ হাসান ঝড়ো শুরু করলেও ইনিংস বড় করতে পারেননি। দলের ভরসা হয়ে টিকে ছিলেন লিটন দাস। কিন্তু ১২তম ওভারে ৪৮ রান করে অধিনায়ক ফেরার পর আর লড়াই করতেই পারেনি বাংলাদেশ। মাত্র ৬৪ রানে শেষের ৮ উইকেট হারিয়ে ৩৭ রানে হেরে যায় তারা।

ম্যাচশেষে লিটন বলেন, “অবশ্যই (ভালো শুরুর পর হেরে যাওয়া হতাশাজনক)… ম্যাচজুড়ে আমরা ভালো ব্যাটিং, ভালো বোলিং ও ভালো ফিল্ডিং করিনি। আমি কোনো কিছু বলছি না... তবে আমাদের শক্তভাবে ঘুরে দাঁড়াতে হবে। এখনও দুটি ম্যাচ আছে।”

“অবশ্যই (ব্যাটিং-বোলিংয়ে ধারাবাহিকতা প্রয়োজন)। শুধু ব্যাটিং-বোলিং নয়, আমাদের ফিল্ডিংও ভালো করতে হবে। গতিময় খেলায় আপনাকে ভালো ফিল্ডিং করতে হবে। আমরা এই মুহূর্তে ভালো ফিল্ডিং করছি না।”- যোগ করেন লিটন।

বাংলাদেশ অধিনায়ক আরো বলেন, “আমি নিশ্চিত, এই মাঠে ২০০ রান তাড়া করা সম্ভব। কারণ এই মাঠ খুবই গতিময়। উইকেটও ব্যাটিংয়ের জন্য খুব ভালো। মাঝের ওভারগুলোতেও আমরা ভালো ব্যাটিং করতে পারিনি। আমাদের শক্তভাবে ঘুরে দাঁড়াতে হবে।”

ব্যাটসম্যানদের আসা-যাওয়ার মিছিলে শেষ দিকে একপ্রান্ত আগলে পরাজয়ের ব্যবধান কমান জাকের। তবে একজনই ম্যাচ জেতাতে পারবে না জানিয়ে লিটন আরো বলেন, “গত এক বছর ধরে জাকের আলি সত্যিই ভালো খেলছে। এই মুহূর্তে সে আমাদের গুরুত্বপূর্ণ ক্রিকেটার। কিন্তু কোনো ক্রিকেটার একা ম্যাচ জেতাতে পারে না। আমাদের সবার অবদান রাখতে হবে।”

একই মাঠে শুক্রবার সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টি খেলবে বাংলাদেশ।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত