আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

অলিম্পিয়াকোসে যাচ্ছেন হামজা!

স্পোর্টস ডেস্ক

অলিম্পিয়াকোসে যাচ্ছেন হামজা!
হামজা চৌধুরী, ছবি: বাফুফে

সিঙ্গাপুরের বিপক্ষে এএফসি এশিয়ান কাপ বাছাই পর্বের মিশন শেষ করে লন্ডনে ফিরেছেন হামজা চৌধুরী। ইংল্যান্ডে ফিরলেও বাংলাদেশ ফুটবলের এ প্রাণভোমরাকে যেতে হবে লেস্টার সিটিতে। কারণ শেফিল্ড ইউনাইটেডের সঙ্গে তার ধারের চুক্তির মেয়াদ শেষ হয়ে গেছে। লেস্টার সিটির সঙ্গে এখনো দুই বছরের চুক্তি রয়েছে এ ডিফেন্সিভ মিডফিল্ডারের।

বিজ্ঞাপন

তবে শোনা যাচ্ছে, নতুন মৌসুমে ঠিকানা বদলে যাচ্ছে হামজার। খবর ছড়িয়ে পড়েছে, ২৭ বছরের এ তারকা ফুটবলার নাম লেখাতে যাচ্ছেন গ্রিসের ক্লাব অলিম্পিয়াকোসে। উড়ো খবরটি শেষ পর্যন্ত আলোর মুখ দেখলে আগামী মৌসুমে উয়েফা চ্যাম্পিয়নস লিগে খেলতে পারবেন হামজা। তার জন্য কত টাকা খরচ করতে হবে গ্রিসের ক্লাবটিকে।

সেটা নিশ্চিত হওয়া না গেলেও ট্রান্সফারমার্কেট বলছে, হামজার বর্তমান বাজারমূল্য ৪৫ লাখ ইউরো (৬২ কোটি ৯০ লাখ টাকা)।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর

খুঁজুন