মুশফিককে তামিম বললেন

'বন্ধু ক্রিকেটে তোমার অবদান বছরের পর বছর মনে রাখা হবে'

স্পোর্টস রিপোর্টার
প্রকাশ : ০৬ মার্চ ২০২৫, ১১: ২৮
আপডেট : ০৬ মার্চ ২০২৫, ১৬: ৫৭
মুশফিকুর রহিম ও তামিম ইকবাল

হঠাৎ করেই ওয়ানডে ক্যারিয়ারকে এক ফেসবুক পোস্টে গুডবাই জানিয়েছেন মুশফিকুর রহিম। প্রিয় বন্ধু একদিনের ক্রিকেট থেকে অবসর নেওয়ায় বুধবার রাতেই ফেসবুকে ভিডিও বার্তা দিয়েছেন তামিম ইকবাল। জাতীয় দলে দীর্ঘ ১৬ বছরের সতীর্থকে ভালোবাসায় সিক্ত করেছেন দেশসেরা এ ওপেনার।



বিদায়ী বার্তায় তামিম বলেন, ক্রিকেটের প্রতি মুশফিকের ভালোবাসা আর নিবেদন বিশাল। আর এত কষ্ট করেছেন, যেটা কাউকে বলে বোঝানো যাবে না। খেলা ছেড়ে দেওয়া বন্ধুর মনের কষ্ট বুঝতে পেরে সাবেক এ টাইগার ক্যাপ্টেন বলেন, ‘আজকে এমনই একটা দিন, সাধারণত কেউ যদি কোনো সংস্করণ থেকে অবসর নেয়, সবাই স্ট্যাটাস দেয়, তাদের অনুভূতিটা বোঝায়। কিন্তু এমন একজন ব্যক্তি আজ অবসর নিলেন, যার সঙ্গে আমার ২০-২৫ বছরের অভিযাত্রা। একটা স্ট্যাটাসে আমি আসলে বোঝাতে পারতাম না, তার প্রতি আমার অনুভূতি কেমন এবং এখন আমার আসলে কেমন মনে হচ্ছে। আপনারা সবাই জানেন মুশফিক কিছুক্ষণ আগে ওয়ানডে থেকে অবসর নিয়েছে। মুশফিককে আমি এতটুকুই বলতে চাই যে দোস্ত, তোর সঙ্গে আমার খেলার শুরু অনূর্ধ্ব-১৫ থেকে এবং আমি তোকে ধাপে ধাপে বেড়ে উঠতে দেখেছি। তোকে দেখেছি যে সাধারণ ব্যাটসম্যান থেকে বাংলাদেশের অন্যতম সেরা ব্যাটসম্যান হয়েছিস। অনেকেরই তার কঠোর পরিশ্রমটা দেখার সুযোগ হয়নি। আমি দেখেছি যে একটি ছেলে কত কষ্ট করতে পারে। একটা মানুষের পক্ষে যতটা কষ্ট করা সম্ভব, আমার কাছে মনে হয় যে সে সবই করেছে, এখনো করে যায়। আমরা এটা নিয়ে অনেক সময় হাসাহাসি করি যে একটা মানুষ এত কষ্ট করে কেন। কিন্তু তার নিবেদন, খেলার প্রতি ভালোবাসা, এটা বিশাল। এটা আমি কথায় কোনো দিন কাউকে বোঝাতে পারব না। খেলা ছেড়ে দেওয়া ওর জন্য কত কষ্টকর, আমি যেহেতু ওর কাছের একজন বন্ধু, আমি বুঝতে পারি যে এটা তার জন্য খুব খুব কঠিন।’

বিজ্ঞাপন



সতীর্থ তামিম আরও যোগ করে বলেন, দেশের ক্রিকেটে মুশফিকের অবদান স্মরণীয় হয়ে থাকবে, ‘বন্ধু, তুমি যা কিছুই অর্জন করেছ, বাংলাদেশের জন্য অধিনায়ক ও খেলোয়াড় হিসেবে যা করেছ, এসব বছরের পর বছর মনে রাখা হবে।’

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিষয়:

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত