স্পোর্টস রিপোর্টার
টেস্ট-টি-টোয়েন্টি থেকে আগেই বিদায় জানানো মাহমুদউল্লাহ রিয়াদ এবার সরে দাঁড়িয়েছেন ওয়ানডে থেকেও। তার বিদায় ঘোষণার সপ্তাহখানেক আগে ওয়ানডে ক্রিকেট থেকে সরে দাঁড়ান মুশফিকুর রহিম। ফলে এখন আর জাতীয় দলের জার্সিতে ওয়ানডে ক্রিকেটে এই দুই অভিজ্ঞ ক্রিকেটারের দেখা মিলবে না। ক্রিকেটপাড়ায় এখন প্রশ্ন- কারা হতে পারেন জাতীয় দলে তাদের বিকল্প? প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু বলেন, ‘রিয়াদ-মুশফিকের জায়গায় অনেকে দলে সুযোগ পাওয়ার অপেক্ষায় আছে। তবে আপাতত সবার পারফরম্যান্সের দিকে লক্ষ্য রাখা হচ্ছে। সবকিছু বিবেচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে।’
ওয়ানডে ক্যারিয়ারের বেশিরভাগ সময় চার নম্বরে ব্যাট করেছেন মুশফিকুর রহিম। সঙ্গে সামলেছেন উইকেটের পেছনের দায়িত্বও। তার বিদায়ে তাই এমন কাউকে খুঁজে নিতে হবে যে কি-না ব্যাটিংয়ের সঙ্গে উইকেটের পেছনেও ভালো করতে পারেন। এ বিবেচনায় হয়তো এগিয়ে থাকতে পারেন লিটন দাস। জাতীয় দলে নিয়মিত ওপেনিং করা এই ডানহাতি ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) গুলশানের জার্সিতে অগ্রণী ব্যাংকের বিপক্ষে ম্যাচে খেলেছেন তিন নম্বরে। দলটির হয়ে বাকি ম্যাচগুলোতেও তিন কিংবা চার নম্বরে ব্যাটিং করার ইচ্ছা প্রকাশ করেছেন তিনি। তাতে খানিকটা আন্দাজ করা যাচ্ছে হয়তো লিটনকেই বিবেচনা করা হচ্ছে মুশফিকুর রহিমের বিকল্প হিসেবে।
এই দৌড়ে লিটনকে হয়তো টেক্কা দিতে হবে নুরুল হাসান সোহান ও মাহিদুল ইসলাম অঙ্কনের সঙ্গে। সাধারণত লেট মিডল অর্ডারে ব্যাটিং করা সোহান উইকেটরক্ষক হিসেবে আপাতত দেশের সেরা। ব্যাটিংয়ে থাকা ঘাটতির কারণে খানিকটা পিছিয়ে আছেন তিনি। এ নিয়ে জাতীয় দলের সাবেক ক্রিকেটার জাভেদ ওমর বেলিম আমার দেশকে বলেন, ‘মুশফিকের জায়গায় লিটন কিংবা সোহানকে সুযোগ করে দেওয়া যেতে পারে। মুশফিকের অনুপস্থিতিতে লিটন উইকেটরক্ষকের কাজ করেছে। সঙ্গে ওর ব্যাটিংও ভালো। সেক্ষেত্রে টিম ম্যানেজমেন্ট তাকে বিবেচনা করতে পারে। এখন ক্রিকেট দুনিয়ায় উইকেটরক্ষক কাম ব্যাটারের চেয়ে ব্যাটার কাম উইকেটরক্ষকের চাওয়া বেশি থাকে। না হলে হয়তো সোহানকে বিবেচনা করতে পারে। সেক্ষেত্রে ওকে হয়তো তিন-চারে ব্যাটিং করানো যাবে না। লেট লোয়ার অর্ডারে কার্যকর ভূমিকা রাখার সামর্থ্য ওর আছে।’
এদিকে ব্যাট হাতে মিডল অর্ডারে দারুণ সময় পার করছেন আরেক উইকেটরক্ষক ব্যাটার মাহিদুল ইসলাম অঙ্কন। মোহামেডানের জার্সিতে গত মৌসুমের পর এবারো আছেন দারুণ ছন্দে। সঙ্গে সামলাচ্ছেন উইকেটের পেছনের দায়িত্ব। ফলে তিনিও হতে পারেন জাতীয় দলে মুশফিকুর রহিমের বিকল্প।
মুশফিকের মতো মাহমুদউল্লাহ রিয়াদের বিকল্প হিসেবেও বিবেচনায় আছে বেশ কজন ক্রিকেটারের নাম। জাকের আলী অনিক, শামীম পাটোয়ারী ও মেহেদি হাসান মিরাজ। সাম্প্রতিক সময়ে লোয়ার অর্ডারে জাতীয় দলের জার্সিতে নিজেকে বেশ দারুণভাবে প্রমাণ করেছেন জাকের। ফলে তিন ক্রিকেটারের এই রেসে বেশ এগিয়ে আছেন তিনি। এখন পর্যন্ত জাতীয় দলের জার্সিতে খেলা ৭ ওয়ানডের সবগুলোতেই ৭ নম্বরে ব্যাটিং করেছেন। এই পজিশনে ৮৬.৮৪ স্ট্রাইক রেটে ৫২.৮০ গড়ে করেছেন ২৬৪ রান। তাতে মাহমুদউল্লাহ রিয়াদের জায়গা নেওয়ার জন্য হয়তো প্রস্তুত জাকের।
শামীম পাটোয়ারী কিংবা মেহেদি হাসান মিরাজও খুব একটা পিছিয়ে নেই জাকেরের চেয়ে। জাতীয় দলের জার্সিতে ৪ ওয়ানডে খেলা শামীমও ব্যাটিং করেছেন ৭ নম্বর পজিশনে। অবশ্য নিজের নামের প্রতি খুব একটা সুবিচার করতে পারেননি। তবে সাম্প্রতিক সময়ে ছন্দে থাকা এই ক্রিকেটারও হতে পারেন রিয়াদের বিকল্প। এ ছাড়া মেহেদি হাসান মিরাজকেও এগিয়ে রাখা যায় রিয়াদের বিকল্প হিসেবে। তবে সব সময় ওপরের দিকে খেলতে চান মিরাজ। তাই কতটুকু বিকল্প হয়ে উঠতে পারেন সেটাই প্রশ্ন থেকে যায়।
রিয়াদের বিকল্প নিয়ে সাবেক ক্রিকেটার জাভেদ ওমর বেলিম বলেন, ‘মুশফিক-রিয়াদ একদিনে গড়ে ওঠেনি। তাদের বিকল্প পেতেও আমাদের অনেক লম্বা সময় অপেক্ষা করতে হবে। তবে আপাতত রিয়াদের জায়গায় মিরাজ বা জাকেরকে বিবেচনা করা যেতে পারে। অবশ্য সিদ্ধান্তটা নির্বাচকদের নিতে হবে। আর যারা সুযোগ পাবে, তাদের পারফর্ম করতে হবে।’
জাতীয় দলের প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু আমার দেশকে বলেন, ‘কারা বিকল্প হবে- সেটা এখনই বলা যাচ্ছে না। আপাতত যারা ডিপিএল বা ‘এ’ দল ও এইচপি দলের হয়ে পারফর্ম করবে, তাদেরকেই বিবেচনা করা হবে। দেখা যাক কারা বিকল্প হিসেবে সুযোগ পান।’
টেস্ট-টি-টোয়েন্টি থেকে আগেই বিদায় জানানো মাহমুদউল্লাহ রিয়াদ এবার সরে দাঁড়িয়েছেন ওয়ানডে থেকেও। তার বিদায় ঘোষণার সপ্তাহখানেক আগে ওয়ানডে ক্রিকেট থেকে সরে দাঁড়ান মুশফিকুর রহিম। ফলে এখন আর জাতীয় দলের জার্সিতে ওয়ানডে ক্রিকেটে এই দুই অভিজ্ঞ ক্রিকেটারের দেখা মিলবে না। ক্রিকেটপাড়ায় এখন প্রশ্ন- কারা হতে পারেন জাতীয় দলে তাদের বিকল্প? প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু বলেন, ‘রিয়াদ-মুশফিকের জায়গায় অনেকে দলে সুযোগ পাওয়ার অপেক্ষায় আছে। তবে আপাতত সবার পারফরম্যান্সের দিকে লক্ষ্য রাখা হচ্ছে। সবকিছু বিবেচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে।’
ওয়ানডে ক্যারিয়ারের বেশিরভাগ সময় চার নম্বরে ব্যাট করেছেন মুশফিকুর রহিম। সঙ্গে সামলেছেন উইকেটের পেছনের দায়িত্বও। তার বিদায়ে তাই এমন কাউকে খুঁজে নিতে হবে যে কি-না ব্যাটিংয়ের সঙ্গে উইকেটের পেছনেও ভালো করতে পারেন। এ বিবেচনায় হয়তো এগিয়ে থাকতে পারেন লিটন দাস। জাতীয় দলে নিয়মিত ওপেনিং করা এই ডানহাতি ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) গুলশানের জার্সিতে অগ্রণী ব্যাংকের বিপক্ষে ম্যাচে খেলেছেন তিন নম্বরে। দলটির হয়ে বাকি ম্যাচগুলোতেও তিন কিংবা চার নম্বরে ব্যাটিং করার ইচ্ছা প্রকাশ করেছেন তিনি। তাতে খানিকটা আন্দাজ করা যাচ্ছে হয়তো লিটনকেই বিবেচনা করা হচ্ছে মুশফিকুর রহিমের বিকল্প হিসেবে।
এই দৌড়ে লিটনকে হয়তো টেক্কা দিতে হবে নুরুল হাসান সোহান ও মাহিদুল ইসলাম অঙ্কনের সঙ্গে। সাধারণত লেট মিডল অর্ডারে ব্যাটিং করা সোহান উইকেটরক্ষক হিসেবে আপাতত দেশের সেরা। ব্যাটিংয়ে থাকা ঘাটতির কারণে খানিকটা পিছিয়ে আছেন তিনি। এ নিয়ে জাতীয় দলের সাবেক ক্রিকেটার জাভেদ ওমর বেলিম আমার দেশকে বলেন, ‘মুশফিকের জায়গায় লিটন কিংবা সোহানকে সুযোগ করে দেওয়া যেতে পারে। মুশফিকের অনুপস্থিতিতে লিটন উইকেটরক্ষকের কাজ করেছে। সঙ্গে ওর ব্যাটিংও ভালো। সেক্ষেত্রে টিম ম্যানেজমেন্ট তাকে বিবেচনা করতে পারে। এখন ক্রিকেট দুনিয়ায় উইকেটরক্ষক কাম ব্যাটারের চেয়ে ব্যাটার কাম উইকেটরক্ষকের চাওয়া বেশি থাকে। না হলে হয়তো সোহানকে বিবেচনা করতে পারে। সেক্ষেত্রে ওকে হয়তো তিন-চারে ব্যাটিং করানো যাবে না। লেট লোয়ার অর্ডারে কার্যকর ভূমিকা রাখার সামর্থ্য ওর আছে।’
এদিকে ব্যাট হাতে মিডল অর্ডারে দারুণ সময় পার করছেন আরেক উইকেটরক্ষক ব্যাটার মাহিদুল ইসলাম অঙ্কন। মোহামেডানের জার্সিতে গত মৌসুমের পর এবারো আছেন দারুণ ছন্দে। সঙ্গে সামলাচ্ছেন উইকেটের পেছনের দায়িত্ব। ফলে তিনিও হতে পারেন জাতীয় দলে মুশফিকুর রহিমের বিকল্প।
মুশফিকের মতো মাহমুদউল্লাহ রিয়াদের বিকল্প হিসেবেও বিবেচনায় আছে বেশ কজন ক্রিকেটারের নাম। জাকের আলী অনিক, শামীম পাটোয়ারী ও মেহেদি হাসান মিরাজ। সাম্প্রতিক সময়ে লোয়ার অর্ডারে জাতীয় দলের জার্সিতে নিজেকে বেশ দারুণভাবে প্রমাণ করেছেন জাকের। ফলে তিন ক্রিকেটারের এই রেসে বেশ এগিয়ে আছেন তিনি। এখন পর্যন্ত জাতীয় দলের জার্সিতে খেলা ৭ ওয়ানডের সবগুলোতেই ৭ নম্বরে ব্যাটিং করেছেন। এই পজিশনে ৮৬.৮৪ স্ট্রাইক রেটে ৫২.৮০ গড়ে করেছেন ২৬৪ রান। তাতে মাহমুদউল্লাহ রিয়াদের জায়গা নেওয়ার জন্য হয়তো প্রস্তুত জাকের।
শামীম পাটোয়ারী কিংবা মেহেদি হাসান মিরাজও খুব একটা পিছিয়ে নেই জাকেরের চেয়ে। জাতীয় দলের জার্সিতে ৪ ওয়ানডে খেলা শামীমও ব্যাটিং করেছেন ৭ নম্বর পজিশনে। অবশ্য নিজের নামের প্রতি খুব একটা সুবিচার করতে পারেননি। তবে সাম্প্রতিক সময়ে ছন্দে থাকা এই ক্রিকেটারও হতে পারেন রিয়াদের বিকল্প। এ ছাড়া মেহেদি হাসান মিরাজকেও এগিয়ে রাখা যায় রিয়াদের বিকল্প হিসেবে। তবে সব সময় ওপরের দিকে খেলতে চান মিরাজ। তাই কতটুকু বিকল্প হয়ে উঠতে পারেন সেটাই প্রশ্ন থেকে যায়।
রিয়াদের বিকল্প নিয়ে সাবেক ক্রিকেটার জাভেদ ওমর বেলিম বলেন, ‘মুশফিক-রিয়াদ একদিনে গড়ে ওঠেনি। তাদের বিকল্প পেতেও আমাদের অনেক লম্বা সময় অপেক্ষা করতে হবে। তবে আপাতত রিয়াদের জায়গায় মিরাজ বা জাকেরকে বিবেচনা করা যেতে পারে। অবশ্য সিদ্ধান্তটা নির্বাচকদের নিতে হবে। আর যারা সুযোগ পাবে, তাদের পারফর্ম করতে হবে।’
জাতীয় দলের প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু আমার দেশকে বলেন, ‘কারা বিকল্প হবে- সেটা এখনই বলা যাচ্ছে না। আপাতত যারা ডিপিএল বা ‘এ’ দল ও এইচপি দলের হয়ে পারফর্ম করবে, তাদেরকেই বিবেচনা করা হবে। দেখা যাক কারা বিকল্প হিসেবে সুযোগ পান।’
দক্ষিণ আফ্রিকা লিড নিতে পারবে কি না, সেটা নিয়েই দেখা দিয়েছিল অনিশ্চয়তা। কিন্তু দশম উইকেটে ক্যাগিসো রাবাদা পার্টনার সেনুরান মুথুসামির সঙ্গে দুরন্ত ব্যাটিং করে লিখে ফেলেছেন নতুন ইতিহাস। রাওয়ালপিন্ডি টেস্টের তৃতীয় দিনে আজ বুধবার পাকিস্তানের বোলারদের হতাশ করে রেকর্ড গড়েছেন তারকা এ পেসার।
১৬ মিনিট আগেপ্রথম ইনিংসের মতো আফগানিস্তান দ্বিতীয় ইনিংসও বড় করতে পারল না। রিচার্ড এনগারাভা ও ব্লেসিং মুজারাবানির দুর্দান্ত বোলিংয়ে অতিথি দলটি গুটিয়ে গেল অল্প রানে। তাতে ব্যাট-বলের দাপুটে পারফরম্যান্সে তিনদিনেই হারারে টেস্ট জিতে নিল জিম্বাবুয়ে।
৪১ মিনিট আগেদারুণ ফর্মে রয়েছে রিয়াল মাদ্রিদ। ঘরোয়া থেকে ইউরোপিয়ান ফুটবল- প্রতিটি জায়গাতেই দাপট দেখিয়ে চলেছে কোচ জাবি আলোনসোর শিষ্যরা। লা লিগায় এখন পর্যন্ত ৯ ম্যাচ খেলে জিতেছে ৮টিতেই। হার বলতে একটিতে।
১০ ঘণ্টা আগেদারুণ সময় কাটছে আর্সেনালের। আগে থেকেই জয়ের ছন্দে ছিল কোচ মিকেল আর্তেতার শিষ্যরা। ছুটে চলছিল জয়ে রথে চেপে। তার ধারাবাহিকতায় চ্যাম্পিয়নস লিগে তুলে নিয়েছে আরও একটি বড় জয়। ইংলিশ জায়ান্ট ক্লাবটি ৪-০ গোলে উড়িয়ে দিয়েছে অ্যাটলেটিকো মাদ্রিদকে। সব ধরনের টুর্নামেন্ট মিলিয়ে এনিয়ে টানা ছয় ম্যাচে জয় পেল ক্লাবটি।
১১ ঘণ্টা আগে