আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

ইংলিশ লিগ কাপ

চতুর্থ রাউন্ডে লিভারপুল-চেলসির সঙ্গী ম্যানসিটি-আর্সেনাল

স্পোর্টস ডেস্ক

চতুর্থ রাউন্ডে লিভারপুল-চেলসির সঙ্গী ম্যানসিটি-আর্সেনাল

লিভারপুল-চেলসি ইংলিশ লিগ কাপের চতুর্থ রাউন্ডের টিকিট কেটেছে আগেই। এবার তাদের সঙ্গী হলো ম্যানচেস্টার সিটি, আর্সেনাল ও টটেনহাম হটস্পার।

বিজ্ঞাপন

টুর্নামেন্টের তৃতীয় রাউন্ডে জয় পেয়েছে তিন ইংলিশ জায়ান্টই। ম্যানসিটি ২-০ গোলে হারিয়েছে হাডার্স ফিল্ড। গত বুধবার রাতে কোচ পেপ গার্দিওলার সিটির হয়ে গোল দুটি করেন ফিল ফোডেন ও সাভিনহো। আর পোর্ট ভেলেকে সমান ২-০ গোলে ধরাশায়ী করেছে আর্সেনাল। কোচ মিকেল আর্তেতার গানার শিবিরের জার্সি গায়ে গোল করেন এবেরেচি এজে ও লেয়ান্দ্রো ট্রোসার্ড।

অন্যদিকে নিজেদের মাঠে টটেনহাম হটস্পার ৩-০ গোলে উড়িয়ে দিয়েছে ডনকাস্টার রোভার্সকে। স্পারদের হয়ে গোল এনে দেন জোয়াও পালহিনহা ও ব্রেনান জনসন। মাঝে আত্মঘাতী গোলটি করেন জন-অ্যালান ম্যাকগ্রা।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন