
ইংলিশ প্রিমিয়ার লিগ
আর্সেনালকে রুখল দশ জনের চেলসি
হাইভোল্টেজ ম্যাচ! লড়াইটাও হলো তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ। আর্সেনাল ও চেলসি - কেউ কাউকে ছাড় দিলো না বিন্দুমাত্র। তাতে হাড্ডাহাড্ডি লড়াই শেষে ম্যাচও থেকে গেল অমীমাংসিত। স্টামফোর্ড ব্রিজে দশ জনের চেলসির সঙ্গে ১-১ গোলে ড্র করল শীর্ষে থাকা আর্সেনাল।























