ম্যানচেস্টার সিটিকে শুরুতে এগিয়ে দিয়েছিলেন আর্লিং হালান্ড। নরওয়ের এ সুপারস্টারের গোলের পর ধরেই নেওয়া হয়েছিল জিততে যাচ্ছে কোচ পেপ গার্দিওলার শিষ্যরা। আক্রমণের পর আক্রমণ চালিয়েও সাফল্যের মুখ দেখছিল না আর্সেনাল।
গানারদের সব গোল প্রচেষ্টাই ব্যর্থ হয়ে যাচ্ছিল সিটির দুর্ভেদ্য রক্ষণে। কিন্তু ইনজুরি টাইমে দারুণ এক গোছানো শটে সিটির ডিফেন্স চিরে ফেলেন গাব্রিয়েল মার্তিনেল্লি। এই ব্রাজিলিয়ান ফরোয়ার্ডের শেষের গোলেই হার এড়িয়ে মূল্যবান একটি পয়েন্ট বাঁচিয়েছে আর্সেনাল। ইংলিশ প্রিমিয়ার লিগে গতকাল রাতে শিরোপা জয়ের দৌড়ে হট ফেভারিট দুদলের তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচ শেষ হয় ১-১ সমতা নিয়ে।

