আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

ইংলিশ প্রিমিয়ার লিগ

আত্মঘাতী গোলে আর্সেনালের নাটকীয় জয়

স্পোর্টস ডেস্ক
আত্মঘাতী গোলে আর্সেনালের নাটকীয় জয়

লড়াই হয়ে পড়েছিল ম্যাড়মেড়ে। তবে শেষ দিকে প্রতিদ্বন্দ্বিতা নেয় নতুন মোড়। আর্সেনাল জয়ের স্বপ্ন বুঁনে ফেলে উলভারহ্যাম্পটন ওয়ান্ডারার্সের উপহার দেওয়া আত্মঘাতী গোলে। কিন্তু শেষ মিনিটে গোল করে ম্যাচের চিত্রনাট্য বদলে দেয় উলভারহ্যাম্পটন। তবে ম্যাচের শেষ দিকে নাটকীয় গোলে অবিশ্বাস্যভাবে জয় নিয়ে মাঠে ছেড়েছে গানাররা। শনিবার রাতে ইংলিশ প্রিমিয়ার লিগে ২-১ গোলে জয় ছিনিয়ে নিয়েছে কোচ মিকেল আর্তেতার দল।

বিজ্ঞাপন

অবশেষে লিভারপুলের হয়ে মাঠে ফিরেছেন মোহামেদ সালাহ। জো গোমেজের বদলে ২৬ মিনিটেই মাঠে নামেন মিসরীয় এ ফুটবল রাজপুত্র। নিজে গোল না করলেও সতীর্থ হুগো একিতিকের গোলে রাখেন অবদান। ইংলিশ লিগে লিভারপুলের জার্সিতে ২৭৭টি গোলে অবদান রাখলেন সালাহ। ১৮৮টি গোল ও ৮৯টি অ্যাসিস্ট করে এক ক্লাবের হয়ে সর্বাধিক গোলে অবদান রাখার রেকর্ড এটি। ভেঙে দিয়েছেন ম্যানচেস্টার ইউনাইটেডের ওয়েইন রুনির রেকর্ড (২৭৬ গোলে অবদান- ১৮৩ গোল, ৯৩ অ্যাসিস্ট)।

সালাহর ফেরার ম্যাচে ইংলিশ প্রিমিয়ার লিগে হুগো একিতিকের জোড়া গোলে জিতেছে দ্য রেড শিবির। নিজেদের মাঠ অ্যানফিল্ডে কোচ আর্নে স্লটের শিষ্যরা ২-০ গোলে হারিয়েছে ব্রাইটন অ্যান্ড হোভ অ্যালবিয়নকে। অন্যদিকে চার ম্যাচ বাদে জয়ের ধারায় ফিরেছে চেলসি। ঘরের মাঠ স্টামফোর্ড ব্রিজে ২-০ গোলে ধরাশায়ী করেছে এভারটনকে।

আর্সেনাল গোলের দেখা পায় ম্যাচের ৭০ মিনিটে। তবে গোলটি দুর্ভাগ্যের। বুকায়ে সাকার নেওয়া বাঁকানো কর্নার কিক রুখতে পারেননি গোলরক্ষক স্যাম জন্সটেন। তার গ্লাভস ছুঁয়ে বল আঘাত করে পোস্টে। পরে জন্সটেনের পিঠে লেগে বল আশ্রয় নেয় জালে। ম্যাচের শেষ মিনিটে নাইজেরিয়ার স্ট্রাইকার তোলু সমতাসূচক গোল এনে দেন উলভসকে। আর্সেনালের হতাশা কেটে যায় ইনজুরি টাইমে (৯০+৪ মিনিটে)। সাকার ক্রস বিপদমুক্ত করতে লাফিয়ে উঠেছিলেন উলভস ডিফেন্ডার মস্কেরা। কিন্তু বল তার মাথা স্পর্শ করে কাঁপিয়ে দেয় জাল।

এদিকে মেটজকে হারিয়ে ফরাসি লিগ ওয়ানে ৩-২ গোলে শীর্ষে উঠেছে প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি)।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
খুঁজুন