ইংলিশ প্রিমিয়ার লিগ

স্পোর্টস ডেস্ক

কম তো নয়, টানা দশ জয়। দাপুটে পারফরম্যান্সে জয়রথে চেপে এগিয়ে যাচ্ছিল আর্সেনাল। অবশেষে তাদের জয়যাত্রা থামিয়ে দিয়ে ফুটবলপ্রেমীদের বিস্মিত করেছে চলতি মৌসুমে চমক দেখিয়ে যাওয়া সান্ডারল্যান্ড। গত শনিবার রাতে সবার ওপরে থাকা গানারদের ২-২ গোলে রুখে দিয়েছে চারে থাকা রেগিস লি ব্রিসের শিষ্যরা। ড্যানিয়েল ব্যালাডের গোলে আগে এগিয়ে গিয়েছিল সান্ডারল্যান্ড। অতিথি আর্সেনালকে সমতা এনে দেন বুকায়ো সাকা। লিয়ান্দ্রো ট্রোসার্ডের গোলে লিড নিয়ে জয়ের স্বপ্নই বুনেছিল জায়ান্ট ক্লাবটি। কিন্তু ইনজুরি টাইমের চতুর্থ মিনিটে জালে বল জড়িয়ে কোচ মিকেল আর্তেতার শিষ্যদের হতাশ করেন ব্রায়ান ব্রোবে।
আর্সেনালের হতাশার রাতে অবশ্য জয় নিয়েই মাঠ ছেড়েছে চেলসি। নিজেদের মাঠ স্টামফোর্ড ব্রিজে দ্য ব্লুজ শিবির ৩-০ গোলে উড়িয়ে দিয়েছে সফরকারী উলভারহ্যাম্পটন ওয়ান্ডারার্সকে। কোচ এনজো মারেস্কার শিষ্যদের গোল তিনটি উপহার দেন মালো গুস্তো, জোয়াও পেদ্রো ও পেদ্রো নেতো।
নটিংহ্যাম ফরেস্টের মাঠ থেকে আগের ম্যাচে হোঁচট খেয়ে ফিরেছিল ম্যানচেস্টার ইউনাইটেড। সেই ক্ষতটা টটেনহাম হটস্পারের মাঠে শুকিয়ে নিতে চেয়েছিল রেড ডেভিলরা। কিন্তু দুর্ভাগ্য ফের ড্র মেনে নিতে হয়েছে কোচ রুবেন আমোরিমের শিষ্যদের। স্পারদের বিপক্ষে ফলও এসেছে আগের মতোই। ইংলিশ প্রিমিয়ার লিগের ম্যাচটি থেকে গেছে ২-২ গোলে অমীমাংসিত। এ নিয়ে টানা পাঁচ ম্যাচে অপরাজিত থেকে গেল ম্যানচেস্টারের জায়ান্ট ক্লাবটি।
‘ফার্গি টাইম’ (ইনজুরি টাইমের ষষ্ঠ মিনিটে) এ করা ডি লিখটের গোলে পয়েন্ট বাঁচায় অতিথি ওল্ড ট্রাফোর্ড শিবির। তার আগে ব্রায়ান এমবিউয়োমো ম্যানইউকে প্রথম গোল এনে দেন। ম্যাচের শেষ দিকে সাত মিনিটের ব্যবধানে গোল করে এগিয়ে গিয়েছিল অবশ্য টটেনহাম। টটেনহামের মাথিস তেল গোল করেন ৮৪ মিনিটে। আর ইনজুরি টাইমের প্রথম মিনিটেই জালে বল জড়ান দারুণ ফর্মে থাকা স্পারদের ব্রাজিলিয়ান তারকা রিচার্লিসন।
অন্যদিকে বুন্দেসলিগায় হ্যারি কেইন আর লুইস দিয়াজের গোলের পরও ইউনিয়ন বার্লিনের মাঠে ২-২ গোলে ড্র করেছে বায়ার্ন মিউনিখ। ইতালিয়ান সিরি’এতে জুভেন্টাসকে গোলশূন্য (০-০) ড্রয়ে আটকে দিয়েছে তুরিনো। পার্মার মাঠ থেকে ২-২ গোলে ড্রয়ের হতাশা নিয়ে ফিরেছে এসি মিলান। আর লা লিগায় অ্যাটলেটিকো মাদ্রিদ ৩-১ গোলে হারিয়েছে লেভান্তেকে।

কম তো নয়, টানা দশ জয়। দাপুটে পারফরম্যান্সে জয়রথে চেপে এগিয়ে যাচ্ছিল আর্সেনাল। অবশেষে তাদের জয়যাত্রা থামিয়ে দিয়ে ফুটবলপ্রেমীদের বিস্মিত করেছে চলতি মৌসুমে চমক দেখিয়ে যাওয়া সান্ডারল্যান্ড। গত শনিবার রাতে সবার ওপরে থাকা গানারদের ২-২ গোলে রুখে দিয়েছে চারে থাকা রেগিস লি ব্রিসের শিষ্যরা। ড্যানিয়েল ব্যালাডের গোলে আগে এগিয়ে গিয়েছিল সান্ডারল্যান্ড। অতিথি আর্সেনালকে সমতা এনে দেন বুকায়ো সাকা। লিয়ান্দ্রো ট্রোসার্ডের গোলে লিড নিয়ে জয়ের স্বপ্নই বুনেছিল জায়ান্ট ক্লাবটি। কিন্তু ইনজুরি টাইমের চতুর্থ মিনিটে জালে বল জড়িয়ে কোচ মিকেল আর্তেতার শিষ্যদের হতাশ করেন ব্রায়ান ব্রোবে।
আর্সেনালের হতাশার রাতে অবশ্য জয় নিয়েই মাঠ ছেড়েছে চেলসি। নিজেদের মাঠ স্টামফোর্ড ব্রিজে দ্য ব্লুজ শিবির ৩-০ গোলে উড়িয়ে দিয়েছে সফরকারী উলভারহ্যাম্পটন ওয়ান্ডারার্সকে। কোচ এনজো মারেস্কার শিষ্যদের গোল তিনটি উপহার দেন মালো গুস্তো, জোয়াও পেদ্রো ও পেদ্রো নেতো।
নটিংহ্যাম ফরেস্টের মাঠ থেকে আগের ম্যাচে হোঁচট খেয়ে ফিরেছিল ম্যানচেস্টার ইউনাইটেড। সেই ক্ষতটা টটেনহাম হটস্পারের মাঠে শুকিয়ে নিতে চেয়েছিল রেড ডেভিলরা। কিন্তু দুর্ভাগ্য ফের ড্র মেনে নিতে হয়েছে কোচ রুবেন আমোরিমের শিষ্যদের। স্পারদের বিপক্ষে ফলও এসেছে আগের মতোই। ইংলিশ প্রিমিয়ার লিগের ম্যাচটি থেকে গেছে ২-২ গোলে অমীমাংসিত। এ নিয়ে টানা পাঁচ ম্যাচে অপরাজিত থেকে গেল ম্যানচেস্টারের জায়ান্ট ক্লাবটি।
‘ফার্গি টাইম’ (ইনজুরি টাইমের ষষ্ঠ মিনিটে) এ করা ডি লিখটের গোলে পয়েন্ট বাঁচায় অতিথি ওল্ড ট্রাফোর্ড শিবির। তার আগে ব্রায়ান এমবিউয়োমো ম্যানইউকে প্রথম গোল এনে দেন। ম্যাচের শেষ দিকে সাত মিনিটের ব্যবধানে গোল করে এগিয়ে গিয়েছিল অবশ্য টটেনহাম। টটেনহামের মাথিস তেল গোল করেন ৮৪ মিনিটে। আর ইনজুরি টাইমের প্রথম মিনিটেই জালে বল জড়ান দারুণ ফর্মে থাকা স্পারদের ব্রাজিলিয়ান তারকা রিচার্লিসন।
অন্যদিকে বুন্দেসলিগায় হ্যারি কেইন আর লুইস দিয়াজের গোলের পরও ইউনিয়ন বার্লিনের মাঠে ২-২ গোলে ড্র করেছে বায়ার্ন মিউনিখ। ইতালিয়ান সিরি’এতে জুভেন্টাসকে গোলশূন্য (০-০) ড্রয়ে আটকে দিয়েছে তুরিনো। পার্মার মাঠ থেকে ২-২ গোলে ড্রয়ের হতাশা নিয়ে ফিরেছে এসি মিলান। আর লা লিগায় অ্যাটলেটিকো মাদ্রিদ ৩-১ গোলে হারিয়েছে লেভান্তেকে।

অধিনায়ক খেললেন অধিনায়কের মতোই। আজিজুল হাকিম উপহার দিলেন দাপুটে এক সেঞ্চুরি। তার অধিনায়কোচিত জাদুকরী তিন অঙ্কের ইনিংসের সুবাদেই দাপুটে এক জয় ছিনিয়ে নিয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। রোমাঞ্চকর ম্যাচে আফগান যুবাদের দুই উইকেটে হারিয়েছে লাল-সবুজ প্রতিনিধিরা।
২৮ মিনিট আগে
প্রথম শ্রেণির ক্রিকেটে চারদিনের ম্যাচে টানা আট বলে আট ছক্কা হাঁকিয়ে দ্রুততম ফিফটির রেকর্ড গড়েছেন ভারতের আকাশ কুমার। মাত্র ১১ বলে ৫০ ছুঁয়ে প্রথম শ্রেণির ক্রিকেটে দ্রুততম ফিফটি এখন আকাশের।
১ ঘণ্টা আগে
এথেন্স হেলেনিক চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতে বিশ্বরেকর্ড গড়ে রজার ফেদেরারকে পেছনে ফেললেন নোভাক জোকোভিচ। ইতালির লরেঞ্জো মুসেত্তিকে হারিয়ে ১০১তম ক্যারিয়ার ট্রফি জিতলেন সার্বিয়ান তারকা।
১ ঘণ্টা আগে
বিসিবি পরিচালক ফারুক আহমেদের হৃৎপিন্ডে রিং পরানো হয়েছে। হৃৎপিন্ডে তার আগেই একটা রিং ছিল। সাধারণত একটা চেকআপের জন্য ল্যাব এইড হাসপাতালে এসেছিলেন। সেই চেকআপে জটিলতা মিলল।
১ ঘণ্টা আগে