ম্যানচেস্টার ডার্বিতে ভক্তদের হতাশ করেছে ম্যানচেস্টার সিটি। হেরে গেছে নগরপ্রতিদ্বন্দ্বী ম্যানচেস্টার ইউনাইটেডের কাছে। কোচ পেপ গার্দিওলার শিষ্যরা হার মানায় দারুণ এক সুযোগ হাতছানি দিয়ে ডাকছিল আর্সেনালকে। পরিষ্কার ৯ পয়েন্টে লিড নিয়ে তালিকায় নিজেদের প্রথম স্থান আরো শক্ত করতে পারত গানাররা। কিন্তু দুর্ভাগ্য! সুযোগটা কাজে লাগাতে পারেনি আর্সেনাল। প্রতিপক্ষ নটিংহ্যাম ফরেস্টের মাঠে জালের সন্ধানই পায়নি ক্লাবটি।
আক্রমণে প্রতাপ বিস্তার করলেও ফিনিশিংয়ে আর্সেনাল লিখেছে ব্যর্থতার গল্প। তাই তো ইংলিশ প্রিমিয়ার লিগে শনিবার রাতের ম্যাচে শেষ পর্যন্ত গোলশূন্য (০-০) ড্রয়ের হতাশা সঙ্গী করে ফিরেছে মিকেল আর্তেতার শিষ্যরা। এ নিয়ে ইংলিশ লিগে টানা দ্বিতীয় ম্যাচে পয়েন্ট খোয়াল আর্সেনাল। আগের ম্যাচে লিভারপুলের সঙ্গেও গোলশূন্য (০-০) ড্র করেছিল লন্ডনের ক্লাবটি। অন্য দিকে বুন্দেসলিগায় ৫-১ গোলে জিতেছে বায়ার্ন মিউনিখ। আর সৌদি প্রো লিগে ৩-২ গোলে জিতেছে আল নাসর।
ইংলিশ প্রিমিয়ার লিগে ২২ ম্যাচে ১৫ জয় ও পাঁচ ড্রয়ে ৫০ পয়েন্টের সংগ্রহ নিয়ে সবার ওপরে রয়েছে আর্সেনাল। দিনের প্রথম ম্যাচে ম্যানচেস্টার ইউনাইটেডের মাঠ ওল্ড ট্রাফোর্ডে ২-০ গোলে হার মানায় ম্যানচেস্টার সিটি ২২ ম্যাচে ৪৩ পয়েন্ট নিয়ে রয়েছে দ্বিতীয় স্থানে। তাদের সমান পয়েন্ট নিয়ে তালিকার তৃতীয় স্থানে রয়েছে অ্যাস্টন ভিলা। এক ম্যাচ অবশ্য কম খেলেছে দলটি। নিজেদের মাঠে ১-১ গোলে হোঁচট খাওয়া লিভারপুল ২২ ম্যাচে ৩৬ পয়েন্টের পুঁজি নিয়ে রয়েছে চার নম্বরে। ১ পয়েন্ট কম নিয়ে তাদের ঠিক নিচেই আছে ম্যানচেস্টার ইউনাইটেড।
জার্মান লিগে পোস্টের সামনে অসাধারাণ দৃঢ়তা দেখিয়েছেন মানুয়েল নয়ার। আর আক্রমণে দুর্দান্ত পারফরম্যান্সের দ্যুতি ছড়িয়েছেন হ্যারি কেইন। দুজনের বীরত্বে আরবি লাইপজিগের মাঠে প্রত্যাবর্তনের দারুণ গল্প লিখে জিতেছে বায়ার্ন মিউনিখ। শুধু জয়ই পায়নি। রীতিমতো উৎসব করে প্রতিপক্ষকে উড়িয়ে দিয়েছে বাভারিয়ানরা। নিজেদের মাঠে ২০ মিনিটে রোমুলোর গোলে এগিয়ে যায় লাইপজিগ। পরে বায়ার্নের জার্সি গায়ে একে একে গোল করেন সের্গে জিনাব্রি, হ্যারি কেইন, ইউনাথান টাহ, আলেসান্দার পাভলোভিচ ও মাইকেল ওলিসে।
এ জয়ে জার্মান লিগে বায়ার্ন লিড নিয়েছে ১১ পয়েন্টে। ১৮ ম্যাচে জার্মান চ্যাম্পিয়নদের সংগ্রহ ৫০ পয়েন্ট। সমান ম্যাচে ৩৯ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে বরুশিয়া ডর্টমুন্ড। ১৭ ম্যাচে ৩৩ পয়েন্ট নিয়ে তিনে রয়েছে হোফেনহেইম। সমান ম্যাচে ৩২ পয়েন্ট নিয়ে চারে আছে লাইপজিগ।
নতুন বছরে সৌদিতে প্রথম ম্যাচ জিতেছে ক্রিশ্চিয়ানো রোনালদো। নিজেদের মাঠ রিয়াদের আল-আউয়াল পার্ক স্টেডিয়ামে আল নাসর ৩-২ গোলে হারিয়েছে আল শাবাবকে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

