আর্সেনালের মাঠে বিধ্বস্ত অ্যাটলেটিকো, জিতল সিটিও

স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২২ অক্টোবর ২০২৫, ১১: ৪৬

দারুণ সময় কাটছে আর্সেনালের। আগে থেকেই জয়ের ছন্দে ছিল কোচ মিকেল আর্তেতার শিষ্যরা। ছুটে চলছিল জয়ে রথে চেপে। তার ধারাবাহিকতায় চ্যাম্পিয়নস লিগে তুলে নিয়েছে আরও একটি বড় জয়। ইংলিশ জায়ান্ট ক্লাবটি ৪-০ গোলে উড়িয়ে দিয়েছে অ্যাটলেটিকো মাদ্রিদকে। সব ধরনের টুর্নামেন্ট মিলিয়ে এনিয়ে টানা ছয় ম্যাচে জয় পেল ক্লাবটি। জয় পেয়েছে ম্যানচেস্টার সিটিও। কোচ পেপ গাদিওলার শিষ্যরা ২-০ গোলে হারিয়েছে ভিয়ারিয়ালকে।

বিজ্ঞাপন

এমিরেটস স্টেডিয়ামে প্রতিপক্ষ স্প্যানিশ ক্লাবটিকে কোনো রকমের পাত্তাই দেয়নি আর্সেনাল। গানারদের জার্সি গায়ে জোড়া গোল করেন ভিক্টর গাইওকেরেস। আর্সেনালের জার্সি গায়ে জাল কাঁপিয়েছেন গ্যাব্রিয়েল মাগালহায়েস ও গ্যাব্রিয়েল মার্তিনেল্লিও।

ভিয়ারিয়ালের মাঠ থেকে জয় নিয়ে ফিরেছে ম্যানসিটি। এস্তাদিও ডি লা কেরামিকায় ম্যাচের ১৭ মিনিটে সফরকারীরা এগিয়ে যায় আর্লিং হাল্যান্ডের গোলে। বিরতিতে যাওয়ার পাঁচ মিনিট আগে ব্যবধান দ্বিগুণ করেন বার্নার্ডো সিলভা। পরে আর কোনো গোল না হওয়ায় ২-০ গোলেই জয় নিয়ে মাঠ ছাড়ে সিটি।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত