ম্যাচের শুরুতেই বড় ভুল করে বসেন গ্যাব্রিয়েল মাগালিয়াইস। তার ভুলেই গোল খেয়ে পিছিয়ে ছিল আর্সেনাল ম্যাচের দশম মিনিটে। ছয় মিনিট বাদেই নিজের ভুলের প্রায়শ্চিত্ত করে ফেলেন ব্রাজিলিয়ান এ ডিফেন্ডার। তার গোলে সমতায় ফেরে গানাররা। পরে মাঠের লড়াইয়ে আর পেরে উঠেনি স্বাগতিক বোর্নমাউথ।
ভাইটালিটি স্টেডিয়ামে গত শনিবার রাতে ইংলিশ প্রিমিয়ার লিগের ম্যাচটি ৩-২ গোলে জিতে নতুন বছর শুরু করেছে কোচ মিকেল আর্তেতার শিষ্যরা। অন্য দিকে ইংলিশ লিগে ফের হোঁচট খেয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড। লিডস ইউনাইটেডের সঙ্গে ১-১ গোলে ড্র করেছে রেড ডেভিলরা।
এভানিলসনের গোলে ব্যাকফুটে চলে গেলেও প্রত্যাবর্তনের গল্প লেখে আর্সেনাল। গ্যাব্রিয়েলের গোলে স্কোর লেভেল করে লন্ডনের ক্লাবটি। তার দেখানো পথে হেঁটে জোড়া গোলে সফরকারীদের জয়ের পথে এগিয়ে দেন ডেক্লান রাইস। ইলি জুনিয়র ক্রুপির গোলে বোর্নমাউথ নাটকীয়তার আভাস দিলেও, আর কোনো গোলের দেখা পায়নি দলটি।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

