এনামুলকে হারিয়ে চা বিরতিতে বাংলাদেশ

স্পোর্টস রিপোর্টার
প্রকাশ : ২৭ জুন ২০২৫, ১৫: ১৬
আপডেট : ২৭ জুন ২০২৫, ১৫: ২৫

চলমান টেস্ট সিরিজে আগের ৩ ইনিংসে চরম হতাশ করেছেন এনামুল হক বিজয়। দুইবার ডাক মারা এই ব্যাটার করেছিলেন মাত্র ৪ রান। যদিও কলম্বো টেস্টের দ্বিতীয় ইনিংসে দারুণ শুরু করেন এনামুল। কিন্তু ইনিংস বড় করতে পারেননি ডানহাতি ব্যাটার।

তৃতীয় দিনের চা বিরতিতে যাওয়ার আগে এনামুলকে হারিয়েছে বাংলাদশ। আসিথা ফার্নান্দোর বলে আউট হওয়ার আগে ১৯ বলে সমান রান করেন এই ব্যাটার। দুটি চারের পাশাপাশি একটি ছয় মারেন তিনি। দ্বিতীয় সেশন শেষে বাংলাদেশের সংগ্রহ ১ উইকেটে ৩১ রান। ১২ রানে অপরাজিত থেকে শেষ সেশনে ব্যাট করতে নামবেন সাদমান ইসলাম অনিক।

বিজ্ঞাপন

কলম্বো টেস্টের প্রথম ইনিংসে ২৪৭ রানে থামে বাংলাদেশ। জবাবে ৪৫৮ রানে অলআউট হয় শ্রীলঙ্কা। ২১১ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নামে সফরকারী দল। তৃতীয় দিনের দ্বিতীয় সেশন শেষে ১৮০ রানে পিছিয়ে আছে ফিল সিমন্সের শিষ্যরা।

সংক্ষিপ্ত স্কোর:

বাংলাদেশ প্রথম ইনিংস: ২৪৭/১০ (৭৯.৩ ওভার); সাদমান ৪৬, মুশফিক ৩৫; দিনুশ ৩/২২

শ্রীলঙ্কা প্রথম ইনিংস: ৪৫৮/১০ (১১৬.৫ ওভার); নিশাঙ্কা ১৫৮, চান্দিমাল ৯৩, মেন্ডিস ৮৪, উদারা ৪০, কামিন্দু ৩৩; তাইজুল ৫/১৩১, ৩/৮৭

বাংলাদেশ দ্বিতীয় ইনিংস: ৩১/১ (৬.৫ ওভার); এনামুল ১৯, সাদমান ১২*; আসিথা ১/১৫

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত