ক্রিকেটারদের নিয়ে বাজে মন্তব্যের কারণে পরিচালক এম নাজমুল ইসলামকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছিল বিসিবি। তবে এখনও সেই চিঠির কোন উত্তর দেননি পরিচালক এম নাজমুল ইসলাম। নির্ধারিত সময়ের মধ্যে উত্তর না দেওয়া এই পরিচালক শেষ পর্যন্ত উত্তর দিবেন কি না সেটাও এখনও নিশ্চিত নয়।
এর আগে গত বুধবার মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে এক অনুষ্ঠান শেষে গণমাধ্যমের সামনে ক্রিকেটারদের নিয়ে বাজে মন্তব্য করেন এম নাজমুল ইসলাম। এর আগে তামিম ইকবালকে নিয়েও কটুক্তি করেছিলেন তিনি।
আজ শনিবার সকাল ১১ টা পর্যন্ত সময় ছিল কারণ দর্শানোর নোটিশের জবাব দেওয়ার। সেই সময় পর্যন্ত কোন উত্তর না দেওয়ায় আদতে সেই উত্তর আসবে কি না সেটা নিয়ে এখনও অনিশ্চিত বিসিবি।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

