এবার অনূর্ধ্ব-১৭ নারী দলের সাফ অভিযান

স্পোর্টস রিপোর্টার
প্রকাশ : ১৫ আগস্ট ২০২৫, ০৩: ১৭
অধিনায়ক অর্পিতা দাস বিশ্বাস ও কোচ মাহবুবুর রহমান লিটু

এবার সাফ চ্যাম্পিয়নশিপ অভিযানে নামছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৭ নারী দল। ২০ থেকে ৩১ আগস্ট ভুটানের থিম্পুতে এ টুর্নামেন্ট অনুষ্ঠিত হচ্ছে। বয়সভিত্তিক এই সাফে বাংলাদেশ ছাড়াও স্বাগতিক ভুটান, ভারত ও নেপাল অংশ নেবে। ২০ আগস্ট ভুটান ম্যাচ দিয়ে বাংলাদেশের মেয়েদের অভিযান শুরু হবে। সম্প্রতি নারী ফুটবলে সাফল্যময় সময় যাচ্ছে।

বিজ্ঞাপন

সিনিয়র নারী দল প্রথমবার এশিয়ান কাপের চূড়ান্ত পর্বে ওঠার ইতিহাস গড়েছে। অনূর্ধ্ব-২০ নারী দল সাফ চ্যাম্পিয়নশিপ জয়ের পর প্রথমবার এশিয়ান কাপে খেলাও নিশ্চিত করেছে। এবার অনূর্ধ্ব-১৭ দলের পালা। অনূর্ধ্ব-১৭ সাফের বর্তমান চ্যাম্পিয়ন বাংলাদেশ। সর্বোচ্চ ৭ বার শিরোপা জিতেছে তারা। শিরোপা ধরে রাখার লক্ষ্যে আজ ভুটানের বিমান ধরবে নারী দল। কোচ মাহবুবুর রহমান লিটুর অধীনে খেলবে তারা।

অনূর্ধ্ব-১৭ দলের অধিনায়ক অর্পিতা দাস বিশ্বাস জানান, ‘আমরা টুর্নামেন্টের বর্তমান চ্যাম্পিয়ন। আশা করি এবারও ভালো কিছু করব।’ ভুটানগামী দল গতকাল যে সংবাদ সম্মেলন করেছে, সেখানে নারী ফুটবলারদের পাঙাশ মাছ খাওয়ানো প্রসঙ্গ উঠে আসে। ঢাকা ব্যাংক বাংলাদেশ নারী ফুটবল দলের স্পন্সর।

তাদের কাছ থেকে বছরে মোটা অঙ্কের টাকা পেলেও কেন নারী ফুটবলারদের পাঙাশ মাছ খেতে হয়! সম্প্রতি বাফুফে নারী উইংয়ের প্রধান মাহফুজা আক্তার কিরণ দাবি করেন, নারী দলের ক্যাম্পে পাঙাশ মাছ দেওয়া হয়নি। গতকাল অনূর্ধ্ব-১৭ দলের অর্পিতা জানালেন, ‘আমাদের পাঙাস খাওয়ানো হয়নি।’

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিষয়:

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত