
দেশে ফিরেছে সাফ ফুটসাল জয়ী নারীরা
দেশে ফিরেছে সাফ ফুটসাল জয়ী নারী দল। আজ সন্ধ্যা সোয়া ৬টার দিকে থাইল্যান্ড থেকে ঢাকায় পা রেখেছে দেশের মেয়েরা। সাফজয়ী ফুটসাল দলকে জমকালো সংবর্ধনা দিতে যাচ্ছে বাফুফে। নারীদের জন্য রাখা হয়েছে ছাদখোলা বাসের ব্যবস্থা। ছাদখোলা বাসে পুরো টিমকে নিয়ে যাওয়া হবে হাতিরঝিলে। সেখানেই মেয়েদের দেওয়া হবে সংবর্ধনা।















