সাফ অনূর্ধ্ব-১৭ চ্যাম্পিয়নশিপ
গত বছর ভুটানের থিম্পুতে বাংলাদেশের হৃদয় ভেঙেছিল ভারত। এবারো লাল-সবুজের প্রতিনিধিদের শিরোপা জয়ের স্বপ্ন চুরমার করল প্রতিবেশী দেশটি। আজ শ্রীলঙ্কার মাটিতে সাফ অনূর্ধ্ব-১৭ চ্যাম্পিয়নশিপের ফাইনালে টাইব্রেকারে বাংলাদেশকে ৪-১ গোলে হারিয়েছে ভারত।
অনূর্ধ্ব-১৭ সাফ চ্যাম্পিয়নশিপ
কলম্বোতে চলমান সাফ অনূর্ধ্ব-১৭ চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে আগামীকাল বাংলাদেশ ও পাকিস্তান মুখোমুখি হচ্ছে। বাংলাদেশ সময় বেলা সাড়ে ৩টায় দুদলের ম্যাচটি শুরু হবে। পাকিস্তানকে হারিয়ে টুর্নামেন্টের ফাইনালে উঠার লক্ষ্য নিয়েই মাঠে নামবে বাংলাদেশের কিশোররা। গ্রুপ পর্বে চ্যাম্পিয়ন হয়ে সেমিফাইনালে উঠেছে তারা।