সাফ অনূর্ধ্ব-১৭ ফুটবল চ্যাম্পিয়নশিপে নিজেদের জয়ের ধারা অব্যাহত রাখল বাংলাদেশ। গতকাল দ্বিতীয় ম্যাচে রিফাত কাজীর হ্যাটট্রিকের সুবাদে শ্রীলঙ্কাকে ৪-০ গোলে উড়িয়ে দিয়েছে গোলাম রব্বানী ছোটনের শিষ্যরা। প্রথম ম্যাচে নেপালকেও সমান ৪-০ গোলে ধরাশায়ী করেছিল বাংলাদেশ। এ নিয়ে টানা দুই জয়ে ৬ পয়েন্টে তিন দলের ‘এ’ গ্রুপে সেরা হয়ে সেমিফাইনালের টিকিট কেটেছে বাংলাদেশের কিশোররা।
রিফাত কাজীর তিন গোলের সঙ্গে অন্য গোলটি এনে দেন মোহাম্মদ আরিফ। সাত দলের টুর্নামেন্টের ‘বি’ গ্রুপ থেকে আগেই শেষ চারে উঠেছে ভারত ও পাকিস্তান। সেমিফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ ভারত না পাকিস্তান- এটা ঠিক হবে আজ দুই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত-পাকিস্তানের ম্যাচ শেষে।
একনজরে ফল
বাংলাদেশ ৪-০ শ্রীলঙ্কা

