পরিবর্তন এসেছে সাফের গঠনতন্ত্রে

স্পোর্টস রিপোর্টার
প্রকাশ : ২৫ মে ২০২৫, ০৯: ০০

নেপালের কাঠমান্ডুতে গতকাল সাউথ এশিয়ান ফুটবল ফেডারেশনের (সাফ) কংগ্রেস ছিল। এই কংগ্রেসে সাফের গঠনতন্ত্রে সংশোধনী আনা হয়েছে। গঠনতন্ত্রে ছিল যে, তিন মেয়াদের বেশি কেউ সাফের নির্বাহী কমিটিতে থাকতে পারবেন না। এই নিয়মের পরিবর্তন আনা হয়েছে।

বিজ্ঞাপন

এখনো যে কেউ অসংখ্যবার সাফের নির্বাহী কমিটিতে নির্বাচিত হতে পারবেন। ফলে সাফের বর্তমান সভাপতি কাজী মো. সালাউদ্দিনের সামনে আবার নির্বাচন করার পথ খোলা হয়ে গেল। টানা চতুর্থবারের সাফের প্রধানের দায়িত্ব পালন করছেন তিনি। আবারও সাফের সভাপতি হতে তার আর বাধা থাকল না।

কংগ্রেস শেষে সাফের সাধারণ সম্পাদক পুরুষোত্তম ক্যাটেল জানান, ‘সর্বসম্মতিক্রমে সাফের গঠনতন্ত্রে সংশোধনী আনা হয়েছে।’

আগামী বছর নারী, পুরুষ, বয়সভিত্তিক মিলিয়ে বেশ কিছু টুর্নামেন্ট করার পরিকল্পনা রয়েছে সাফের। এএফসির মতো সাফেও ফুটসাল টুর্নামেন্ট আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ নিয়ে কম্পিটিশন কমিটি ও সাফ প্রশাসন সামনে বিশেষভাবে কাজ করছে।

সাফের নির্বাহী কমিটিতে প্রথমবারের মতো নারী সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন ভুটানের জিমবিরি। সাফ কংগ্রেসে বাফুফের প্রতিনিধি হিসেবে মঞ্জুরুল করিম ও টিপু সুলতান যোগ দেন। সাফের সভাপতি বাংলাদেশ থেকে ভার্চুয়ালি সভায় যুক্ত ছিলেন।

বিষয়:

ফুটবলসাফ
এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত