অনূর্ধ্ব-১৭ সাফের সেমিফাইনাল

বাংলাদেশ-পাকিস্তান মুখোমুখি আজ

স্পোর্টস রিপোর্টার
প্রকাশ : ২৫ সেপ্টেম্বর ২০২৫, ০৯: ০০

সাফ অনূর্ধ্ব-১৭ চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে আজ শ্রীলঙ্কার মাঠে বাংলাদেশ ও পাকিস্তান মুখোমুখি হচ্ছে। বাংলাদেশ সময় বেলা সাড়ে ৩টায় দুদলের ম্যাচটি শুরু হবে। টুর্নামেন্টের ফাইনালে ওঠার লক্ষ্য নিয়েই মাঠে নামবে বাংলাদেশ অনূর্ধ্ব-১৭ দল। পাকিস্তান ম্যাচ সামনে রেখে বাংলাদেশ দলের অধিনায়ক নাজমুল হুদা ফয়সাল বলেন, ‘প্রতিপক্ষ পাকিস্তান হওয়ায় এখন চ্যালেঞ্জটা বড়। যেহেতু এটি সেমিফাইনাল। সেমিফাইনালে সব সময় একটু অন্যরকম অনুভূতি কাজ করে। আর পাকিস্তান ভালো ফুটবল খেলে কোয়ালিফাই করেছে। অবশ্য আমরা ‘এ’ গ্রুপে দুটি ম্যাচে ভালো খেলে সেমিফাইনালে এসেছি। আমরা সর্বোচ্চটা দিয়ে খেলব। পাকিস্তানের দুর্বলতা নিয়ে আমরা কাজ করেছি। আমরা জানি, আমাদের কি করতে হবে। আমরা দেশবাসীর প্রত্যাশা পূরণের জন্য মাঠে নামব।’
অন্যদিকে বাংলাদেশ দলের কোচ গোলাম রব্বানী ছোটন বলেন, ‘সেমিফাইনাল সব সময় চ্যালেঞ্জিং হয়। যেহেতু এটা ফাইনালে যাওয়ার রাস্তা। পাকিস্তান শারীরিকভাবে শক্তিশালী দল। তবে আমাদের প্রস্তুতি ও আত্মবিশ্বাস আছে। আমরা জয়ের জন্যই মাঠে নামব।’ পাকিস্তান দ্রুতগতির ফুটবল খেলে। সেটপিচে বিপজ্জনক দলটি। তবে মাঝমাঠ দখলে রেখেই খেলবে বাংলাদেশ। অ্যাটাকিং ফুটবল খেলবে দলÑএমনটাই জানালেন কোচ ছোটন। অনূর্ধ্ব-১৭ সাফের শিরোপায় চোখ রেখে খেলছে বাংলাদেশের কিশোররা। গ্রুপ পর্বে স্বাগতিক শ্রীলঙ্কা ও নেপালের বিপক্ষে দুই ম্যাচেই ৪-০ গোলে জয় পায় বাংলাদেশ। অন্যদিকে, ভুটানকে ৪-০ গোলে হারানোর পর মালদ্বীপের বিপক্ষে ৫-২ গোলে জিতেছে পাকিস্তান। তবে ভারতের কাছে ৩-২ গোলে হেরে যায় তারা।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত