এ বছর হচ্ছে না সাফ চ্যাম্পিয়নশিপ

স্পোর্টস রিপোর্টার
প্রকাশ : ২৪ এপ্রিল ২০২৫, ১৬: ১৪
আপডেট : ২৪ এপ্রিল ২০২৫, ১৯: ৩৯

এ বছর হচ্ছে না সাফ চ্যাম্পিয়নশিপ। টুর্নামেন্টের ১৫তম আসর বসবে আগামী বছর। হঠাৎ করেই প্রতিযোগিতাটির সূচিতে পরিবর্তন আনার সিদ্ধান্ত নিয়েছে দক্ষিণ এশিয়ান ফুটবল ফেডারেশন (সাফ)। সাফের এবারের আসরটি আয়োজন করার কথা ছিল আগামী জুন-জুলাইয়ে। কিন্তু ভেন্যু নিয়ে জটিলতা এখনো কাটেনি। এ নিয়ে সিদ্ধান্ত চূড়ান্ত না হলেও সম্ভাব্য আয়োজক হিসেবে শোনা যাচ্ছিল শ্রীলঙ্কার নাম।

বিজ্ঞাপন

সাফ চ্যাম্পিয়নশিপ নিয়ে এখন অনিশ্চয়তা দেখা দিয়েছে। কবে ও কোথায় হবে সাফ চ্যাম্পিয়নশিপের আসর, তা জানানো হয়নি। সাফের বিজ্ঞপ্তিতে জানানো হয়, হোম অর অ্যাওয়ে পদ্ধতিতে টুর্নামেন্টটি আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। কিন্তু সাফের সদস্য সংস্থা ও অংশীদার স্পোর্টফাইভ সম্মিলিতভাবে একমতে পৌঁছে যে, সাফের আসর ভালোভাবে আয়োজন করার জন্য আরো প্রস্তুতি নেওয়া প্রয়োজন। এ জন্যই ২০২৬ সাল পর্যন্ত সাফ চ্যাম্পিয়নশিপ স্থগিত করা হয়েছে।

এ সময়ের মধ্যে টুর্নামেন্ট আয়োজনের সব প্রস্তুতি নিতে পারবে সাফের অংশীজন ও সদস্য সংস্থাগুলো। ২০২৬ সালে ফিফা বিশ্বকাপ রয়েছে। এই বিশ্বকাপের বছর সাফ চ্যাম্পিয়নশিপের সূচি ও ভেন্যু নির্ধারণের ক্ষেত্রে বাড়তি গুরুত্ব দেওয়া হবে। শ্রীলংকাকে যখন সাফের আয়োজক হিসেবে বেছে নেওয়া হয়েছিল, তখন সাফের মার্কেটিংয়ের পছন্দের তালিকায় ছিল বাংলাদেশ ও ভারতের নাম। কিন্তু এই দুই দেশ নানা কারণে পিছিয়ে পড়ে। তবে স্থগিত হয়ে যাওয়া সাফের আসরের নতুন কারা আয়োজক হবে, সে ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে।

বিষয়:

সাফ
এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত