ফারজাদ ও কাদিরকে নিয়ে সাফে যাচ্ছে যুবারা

স্পোর্টস রিপোর্টার
প্রকাশ : ০৬ মে ২০২৫, ০৩: ০০

সাফ অনূর্ধ্ব-১৯ চ্যাম্পিয়নশিপ সামনে রেখে বাংলাদেশ দলের ক্যাম্পে ছিলেন তিন প্রবাসী ফুটবলার। তারা হলেন- ইংল্যান্ডের ইলহাম মতিন, যুক্তরাষ্ট্রের ফারজাদ আফতাব ও ইতালির আব্দুল কাদির। এই তিন জনের মধ্যে চূড়ান্ত দল থেকে বাদ পড়ে গেলেন ইলহাম। ফলে ফারজাদ ও আব্দুল কাদিরকে নিয়ে আজ সাফ চ্যাম্পিয়নশিপ খেলতে ভারতের বিমান ধরবে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। এই বিদেশিদের ঘিরে খুবই আশাবাদী বাংলাদেশ দলের প্রধান কোচ গোলাম রাব্বানী ছোটন।

অতীতে বিদেশি ফুটবলারদের খেলিয়ে হিতে বিপরীত অবস্থা হয়েছিল। গত বছর এএফসি অনূর্ধ্ব-১৯ বাছাইয়ে ছিলেন অস্ট্রেলিয়ান প্রবাসী ফুটবলার আরহাম ইসলাম। তবে ওই ম্যাচে আরহামকে পর্যাপ্ত বল পাস না দেওয়া নিয়ে সমালোচনা হয় মিরাজুল ইসলাম ও নাজমুল হুদা ফয়সালদের নিয়ে। এবার পরিস্থিতি বদলেছে। প্রবাসী ফুটবলাররা দলের সঙ্গে বেশ ভালোভাবে মিশেছে বলে দাবি করেন অনূর্ধ্ব-১৯ দলের অধিনায়ক নাজমুল হুদা। তিনি বলেন, ‘আমাদের মধ্যে বোঝাপড়া দারুণ।’ অন্যদিকে দল নিয়ে আত্মবিশ্বাসী কোচ গোলাম রাব্বানী। তিনি বলেন, ‘আমি মনে করি আমাদের অনুশীলন ভালো হয়েছে। আমরা ২১ দিন অনুশীলন করেছি, ছেলেরাও অনুশীলন উপভোগ করেছে।’ বাংলাদেশ দল ভারতের অরুণাচল যাবে কলকাতা হয়ে। বাংলাদেশের প্রথম ম্যাচ ৯ মে। আবহাওয়ার সঙ্গে মানিয়ে নিতে দল পৌঁছাবে ৬ মে। প্রতিযোগিতার সবগুলো ম্যাচ অনুষ্ঠিত হবে গোল্ডেন জুবিলি স্টেডিয়ামে। ‘এ’ গ্রুপে ৯ মে মালদ্বীপ ও ১১ মে ভুটানের বিপক্ষে খেলবে বাংলাদেশ।

বিজ্ঞাপন
এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত