ইউএস ওপেন

ভেনাস-কেভিতোভার বিদায়

স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২৭ আগস্ট ২০২৫, ০২: ০০
প্রথম রাউন্ড থেকে ছিটকে গেছেন ভেনাস উইলিয়ামস

খেলেন টেনিস। কিন্তু উদযাপনটা সারলেন কিনা গলফারের মতো! গলফ কোর্সে শট নিয়ে হাতের ক্লাব মাথার ওপর দিয়ে ঠিক যেমন মাথার পেছনে নিয়ে দাঁড়ান একজন পেশাদার গলফ খেলোয়াড়। কার্লোস আলকারাজও ঠিক তেমন গলফ সুইং সেলিব্রেশনে মেতে উঠেন। স্প্যানিশ মেগাস্টারের এমন বুনো উদযাপন তো হবেই। কেননা, কোর্টে দোর্দণ্ড প্রতাপ দেখিয়ে টিকিট কেটেছেন ইউএস ওপেনের দ্বিতীয় রাউন্ডের। দ্বিতীয় বাছাই আলকারাজ এমন ভিন্ন ঢঙে উদযাপন করেন মাস্টার্স চ্যাম্পিয়ন ররি ম্যাকলরয়ের সম্মানে। সোমবার ফ্লাশিং মিডোস-করোনা পার্কে স্বল্প সময়ের জন্য নর্দার্ন আয়াল্যান্ডের এ তারকা গলফারকে কাছে পেয়ে সুযোগটা কাজে লাগাতে ভুলেননি।

বিজ্ঞাপন

পাঁচবারের মেজর ট্রফির মালিক আলকারাজ ম্যাকলরয়কে নিয়ে বলেন, ‘এই প্রথম তার সঙ্গে সাক্ষাৎ করলাম। এটা বড় সম্মানের। মাস্টার্সের শেষ দিনে মন্টে কার্লো জিতেই ফোনে তাকে উৎসাহ দিতে থাকি।’

নতুন হেয়ারস্টাইলে যেমন সবার নজর কেড়েছেন আলকারাজ। ঠিক তেমনি, তার জয় উদযাপনটাও ছিল দেখার মতো। কোর্টের লড়াইয়েও টেনিসপ্রেমীদের মুগ্ধ করেছেন র‌্যাংকিংয়ের দ্বিতীয়সেরা এ তারকা। আলকারাজ জিতেছেন সরাসরি সেটে। মার্কিন প্রতিপক্ষ রেইলি ওপেলকাকে ৬-৪, ৭-৫ ও ৬-৪ গেমে ধরাশায়ী করেছেন ২২ বছরের এ সুপারস্টার। প্রতিটি সেটেই একটি করে ব্রেক পয়েন্ট পেয়েছিলেন। যে কারণে টাইব্রেকার এড়িয়ে জয়ের উল্লাসে মাতেন আলকারাজ।

বছরের শেষ গ্র্যান্ড স্ল্যামে জয়ে শুরু করেছে ক্যাসপার রুডও। নরওয়ের এ তারকা হারিয়েছেন সেবাস্তিয়ান অফনারকে। টুর্নামেন্টের ১২তম বাছাই প্রথম দুই সেট জেতেন সরাসরি। অস্ট্রিয়ান প্রতিপক্ষকে কোনোরকম পাত্তা না দিয়ে জেতেন ৬-১ ও ৬-২ গেমে। লুইস আর্মস্ট্রং স্টেডিয়ামে তৃতীয় সেটে ৬-৭ গেমে টাই করলেও সুবিধা করতে পারেননি অফনার। ৭-৫ গেমে জিতে দ্বিতীয় রাউন্ডে পৌঁছে শেষ হাসি হাসেন রুড।

অন্যদিকে মেয়েদের একক থেকে বিদায় নিয়েছেন পেত্রা কেভিতোভা। চেক প্রজাতন্ত্রের এ খেলোয়াড় ৬-১ ও ৬-০ গেমে হার মানেন ফরাসি খেলোয়াড় ডিয়ানে প্যারির কাছে। তার পথে হেঁটে টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছেন মেডিসন কিস। যুক্তরাষ্ট্রের এ খেলোয়াড়কে আসরের প্রথম রাউন্ড থেকে ছিটকে দিয়েছেন মেক্সিকোর রেনাতা জারাজুয়া। প্রথম রাউন্ডে হতাশ হয়েছেন ভেনাস উইলিয়ামসও। এ মার্কিন তারকাকে ৬-৩, ২-৬ ও ৬-১ গেমে হারান চেক প্রজাতন্ত্রের ক্যারোলিনা মুচোভা। তবে জয়ের দেখা পেয়েছেন ভিক্টোরিয়া আজারেঙ্কা। বেলারুশ তারকা ৭-৬ (৭-০) ও ৬-৪ গেমে হারিয়ে হারিয়েছেন যুক্তরাষ্ট্রের হিনা ইনোইকে।

বিষয়:

ইউএস ওপেন

অসদাচারণের দায়ে টঙ্গী পাইলট স্কুলের ভারপ্রাপ্ত অধ্যক্ষকে শোকজ

জরুরি অবস্থা জারি করলেন পেরুর প্রেসিডেন্ট

গুম-খুনে জড়িত ১৫ সেনা কর্মকর্তা চাকরিচ্যুত। ট্রাইব্যুনালে হাজির। সাবজেলে প্রেরণ

এবার ১ টাকায় গরুর মাংস বিতরণের ঘোষণা সেই এমপি প্রার্থীর

অভিযুক্ত সেনা কর্মকর্তাদের বহন করা সেই প্রিজন ভ্যানে কী আছে

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত