সিডনির হয়ে জাহানারার দারুণ বোলিং

স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০৩ ফেব্রুয়ারি ২০২৫, ১২: ১৫

সিডনি ক্রিকেট ক্লাবের আমন্ত্রণে মাস খানেক আগে অস্ট্রেলিয়া যান জাহানারা আলম। সিডনি ক্রিকেট ক্লাবের আরেক দল সিডনি ক্রিকেট গ্রাউন্ড ইলেভেনের হয়েও অভিষেক হয়েছে বাংলাদেশ নারী দলের এই তারকা পেসারের।

বিজ্ঞাপন

৪৯ নম্বর ক্যাপ নিয়ে শনিবার (১ ফেব্রায়ারি) সিডনি ক্রিকেট গ্রাউন্ড ইলেভেনের হয়ে অভিষেক হয় জাহানারার। এদিন ৪ ওভার হাত ঘুরিয়ে ১৫ রান দেন তিনি। বিনিময়ে তুলে নেন এক উইকেট।

রবিবার (২ ফেব্রুয়ারি) আরও একটি ম্যাচ খেলতে নামেন জাহানারা। সে ম্যাচে কোনো উইকেট নিতে পারেননি। তবে বল হাতে ছিলেন খুব হিসেবি। ৮ ওভারে মাত্র ২০ রান খরচ করেন বাংলাদেশের সাবেক অধিনায়ক।

টানা আন্তর্জাতিক ক্রিকেট খেলার কারণে মানসিক অবসাদে ভুগছিলেন জাহানারা। মানসিক স্বাস্থ্যের কথা ভেবে বিশ্রামে যান। এজন্য বাংলাদেশ দলের সবশেষ ওয়েস্ট ইন্ডিজ সফরের অংশ হননি। লাল সবুজের দলের হয়ে ৫২ ওয়ানডের পাশাপাশি ৮৩টি কুড়ি ওভারের ম্যাচ খেলেছেন তিনি।

শুক্র-শনিবারও চলবে বিমানবন্দরের শুল্কায়ন কার্যক্রম

প্রধান উপদেষ্টার আদেশে জুলাই সনদের আইনি রূপ দিতে হবে

নভেম্বরের মধ্যে তিস্তা মহাপরিকল্পনা শুরুর দাবিতে অবস্থান কর্মসূচি

আইআরআই’র সঙ্গে নির্বাচনের প্রক্রিয়া ও ইসির নিরপেক্ষতা নিয়ে আলোচনা এনসিপির

দেশে মুক্তি পাচ্ছে জাপানি অ্যানিমে সিরিজ, শিশুদের দেখা নিষেধ

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত