
অভিযোগ দিতে সময় চেয়েছেন জাহানারা
সংবাদমাধ্যমের বিভিন্ন প্রতিবেদনে বাংলাদেশ নারী জাতীয় দলের সাবেক অধিনায়ক জাহানারা আলমের সঙ্গে ঘটে যাওয়া যৌন হয়রানির অভিযোগ উঠে আসে। এ ঘটনায় গত ৯ নভেম্বর তদন্ত কমিটি গঠন করে বিসিবি।

সংবাদমাধ্যমের বিভিন্ন প্রতিবেদনে বাংলাদেশ নারী জাতীয় দলের সাবেক অধিনায়ক জাহানারা আলমের সঙ্গে ঘটে যাওয়া যৌন হয়রানির অভিযোগ উঠে আসে। এ ঘটনায় গত ৯ নভেম্বর তদন্ত কমিটি গঠন করে বিসিবি।

বাংলাদেশ জাতীয় নারী ক্রিকেট দলের সাবেক অধিনায়ক জাহানারা আলমকে যৌন হয়রানির ঘটনায় নারী দলের নির্বাচক ও ম্যানেজার মঞ্জুরুল ইসলাম মঞ্জুর বিরুদ্ধে আনা অভিযোগ তদন্তে বিসিবি সংশ্লিষ্টদের বাদ দিয়ে একটি স্বাধীন তদন্ত কমিটি গঠন করার দাবি তুলেছেন তামিম ইকবাল খান।

জাহানারা আলম কাঁদছেন। কান্নার দমকে ফোঁপাচ্ছেন। জমে থাকা অব্যক্ত কথাগুলো গলায় আটকে যাচ্ছে। জোরে নিশ্বাস নিয়ে নিজেকে সামলালেন এবং লম্বা সময় ধরে যে অভিযোগ করলেন তা বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) তথা পুরো দেশের ক্রিকেটের ভিত কাঁপিয়ে দিয়েছে।

জাহানারা আলমের অভিযোগ দেশের পুরো ক্রিকেট পরিমন্ডলকে নাড়িয়ে দিয়েছে। কী ভয়াবহ অবস্থায় রয়েছে দেশের নারী ক্রিকেট, সেই দুর্দশার একটা চিত্র ফুটে উঠেছে জাতীয় দলের সাবেক এই অধিনায়কের অভিযোগের প্রেক্ষিতে।