আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

অভিযোগ দিতে সময় চেয়েছেন জাহানারা

স্পোর্টস রিপোর্টার

অভিযোগ দিতে সময় চেয়েছেন জাহানারা

সংবাদমাধ্যমের বিভিন্ন প্রতিবেদনে বাংলাদেশ নারী জাতীয় দলের সাবেক অধিনায়ক জাহানারা আলমের সঙ্গে ঘটে যাওয়া যৌন হয়রানির অভিযোগ উঠে আসে। এ ঘটনায় গত ৯ নভেম্বর তদন্ত কমিটি গঠন করে বিসিবি।

বিজ্ঞাপন

তবে এখনো এ বিষয়ে কোনো অগ্রগতি হয়নি। এর মধ্যে আজ এক বিবৃতিতে বিসিবি জানিয়েছে, আনুষ্ঠানিকভাবে অভিযোগ দিতে সময় চেয়েছেন জাহানারা আলম। এ কারণে তদন্ত কমিটির প্রতিবেদন জমা দেওয়ার সময় আরো ১৫ দিন বাড়ানো হয়েছে বলে জানিয়েছে বিসিবি।

বিসিবির দেওয়া বিবৃতিতে জানানো হয়, জাহানারার কাছ থেকে আনুষ্ঠানিক অভিযোগ চেয়েছে স্বাধীন তদন্ত কমিটি। ওই অভিযোগ চাওয়ার পর কদিন সময় চেয়েছেন জাহানারা আলম। এই ক্রিকেটার অভিযোগ জমা দিতে সময় চাওয়ায় আগামী ২০ ডিসেম্বর তদন্ত প্রতিবেদন পাওয়া যাবে বলে জানিয়েছে বিসিবি।

জাতীয় দলের সাবেক অধিনায়ক জাহানারা আলম ইউটিউবে এক সাক্ষাতকারে অভিযোগ করেন নারী দলের সাবেক মঞ্জুরুল ইসলাম মঞ্জু বিভিন্ন সময় বিভিন্ন কায়দায় তাকে যৌন হয়রানি করেছেন।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
Loading...