লেভেল ২ কোচিং কোর্স করেছেন জাহানারা

স্পোর্টস রিপোর্টার
প্রকাশ : ২৪ জুন ২০২৫, ১২: ৩০

মানসিক অবসাদের কারণে ক্রিকেট থেকে লম্বা বিরতি নিয়ে আপাতত অস্ট্রেলিয়ায় থিতু হয়েছেন জাতীয় নারী ক্রিকেট দলের পেসার জাহানারা আলম। সিডনিতে ক্রিকেট খেলার পাশাপাশি করেছেন কোচিং কোর্স। ইতোমধ্যে ক্রিকেট অস্ট্রেলিয়া থেকে লেভেল ২ কোচিং কোর্স সম্পন্ন করেছেন তিনি। বিষয়টি আমার দেশকে নিজেই নিশ্চিত করেছেন জাহানারা আলম।

বিজ্ঞাপন

জাতীয় দল থেকে বাদ পড়ার পর লম্বা সময় ধরে অস্ট্রেলিয়ায় আছেন জাহানারা। সেখান থেকে দেশে ফিরবেন কি না সে বিষয়ে চূড়ান্ত কিছু এখনও জানাননি এই ডানহাতি পেসার। এরই মধ্যে জানা গেল লেভেল ২ কোচিং কোর্স শেষ করেছেন।

বাংলাদেশ দলের হয়ে ৫৩ ওয়ানডে ও ৮৩ টি-টোয়েন্টি খেলেছেন তিনি। এ সময়ে তার শিকার ছিল যথাক্রমে ৪৮ ও ৬০ উইকেট। জাতীয় দলের হয়ে সবশেষ ২০২৪ সালের ডিসেম্বরে মাঠে নামেন তিনি। এরপর থেকেই অস্ট্রেলিয়ায় আছেন এই পেসার।

শুক্র-শনিবারও চলবে বিমানবন্দরের শুল্কায়ন কার্যক্রম

প্রধান উপদেষ্টার আদেশে জুলাই সনদের আইনি রূপ দিতে হবে

নভেম্বরের মধ্যে তিস্তা মহাপরিকল্পনা শুরুর দাবিতে অবস্থান কর্মসূচি

আইআরআই’র সঙ্গে নির্বাচনের প্রক্রিয়া ও ইসির নিরপেক্ষতা নিয়ে আলোচনা এনসিপির

দেশে মুক্তি পাচ্ছে জাপানি অ্যানিমে সিরিজ, শিশুদের দেখা নিষেধ

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত