আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

নতুন চুক্তিতে নেই জাহানারা

স্পোর্টস রিপোর্টার
নতুন চুক্তিতে নেই জাহানারা

ছেলেদের পর মার্চের ১ তারিখ থেকে শুরু হয়েছে নারী ক্রিকেটারদের নতুন চুক্তি। আগামী এক বছরের জন্য হওয়া এই চুক্তিতে নেই জাহানারা আলমের নাম। মূলত জাহানারা নিজেই কেন্দ্রীয় চুক্তি থেকে নিজেকে প্রত্যাহার করে নিয়েছে। এমনটাই জানিয়েছে বিসিবির নারী উইংয়ের এক কর্মকর্তা।

গত বছরের কেন্দ্রীয় চুক্তির মাঝপথে সিডনি ক্রিকেট ক্লাবের ডাকে অস্ট্রেলিয়ায় পাড়ি জমান জাহানারা আলম। সে সময় তিনি জানান, মানসিকভাবে ফিট না থাকায় তিনি আপাতত ক্রিকেট থেকে দূরে থাকবেন। অস্ট্রেলিয়ায় পাড়ি জমিয়ে বিসিবিকে কেন্দ্রীয় চুক্তি থেকে তার নাম সরানোর জন্য অনুরোধ করেন জাহানারা। তখন অবশ্য তাকে কেন্দ্রীয় চুক্তিতে রেখেছিল বিসিবি। তবে নতুন করে হওয়া কেন্দ্রীয় চুক্তিতে আর তাকে রাখা হয়নি।

বিজ্ঞাপন

নারী ক্রিকেটারদের কেন্দ্রীয় চুক্তির নিয়ম অনুযায়ী ক্রিকেটারদের বাধ্যতামূলক ঢাকা প্রিমিয়ার লিগে খেলতে হবে। তবে সদ্য শেষ হওয়া লিগে খেলেননি জাহানারা। তখনই বিষয়টি নিয়ে প্রশ্ন উঠেছিল- সে সময় জানান যায়, নিজেকে প্রত্যাহার করে নেওয়ার জন্য আগে থেকেই চিঠি দিয়ে রেখেছিলেন এই ডানহাতি পেসার।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

হাদিকে হত্যাচেষ্টা মামলাঃ ফয়সালের সহযোগী কবির ৭ দিনের রিমান্ডে

বিজয় দিবসে বিনামূল্যে হৃদরোগ চিকিৎসা ক্যাম্প

অন্তরের অন্তস্তল থেকে হাদির জন্য আল্লাহর কাছে দোয়া করুন: প্রধান উপদেষ্টা

জাতির উদ্দেশে ভাষণে খালেদা জিয়াকে নিয়ে যা বললেন প্রধান উপদেষ্টা

বিজয় দিবসে ফ্যাসিবাদ ও আধিপত্যবাদের বিরুদ্ধে লড়াইয়ের শপথ নেয়ার আহ্বান হেফাজতের

এলাকার খবর
খুঁজুন