লরিয়াস স্পোর্টস অ্যাওয়ার্ডস

বর্ষসেরা ব্রেকথ্রু ইয়ামাল

স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২৩ এপ্রিল ২০২৫, ০৪: ০০

ফুটবল দুনিয়ায় লামিনে ইয়ামাল সবেই নিজের উপস্থিতির জানান দিয়েছেন। পেশাদার ফুটবলে হানিমুন পিরিয়ড পেরিয়ে না যেতেই প্রিয় জন্মভূমিকে স্পেনকে উপহার দিয়েছেন ইউরো চ্যাম্পিয়নশিপের শ্রেষ্ঠত্বের মুকুট। আর বার্সেলোনায় তো নিজের ঝলক দেখিয়ে যাচ্ছেন ১৭ বছরের তরুণ তুর্কি। দিচ্ছেন আর্জেন্টাইন ফুটবল জাদুকরের যোগ্য উত্তরসূরি হওয়ার আভাস। ইউরোর মতো মেজর টুর্নামেন্টের মঞ্চে জ্বলে ওঠার সঙ্গে গত বছর বার্সেলোনার জার্সিতেও ছড়িয়েছেন দ্যুতি। এমন দুর্দান্ত পারফরম্যান্সের স্বীকৃতি হিসেবে লামিনে ইয়ামাল জিতে নিয়েছেন ‘ব্রেকথ্রু অব দ্য ইয়ার’ পুরস্কার। লরিয়াস স্পোর্টস অ্যাওয়ার্ডসে বর্ষসেরা উদীয়মান খেলোয়াড় নির্বাচিত হয়েছেন এ স্প্যানিশ তারকা।

বিজ্ঞাপন

২০২৪ সালে ইউরোতেও সেরা উদীয়মান প্লেয়ার হয়েছিলেন ইয়ামাল। বার্সার সব ধরনের টুর্নামেন্ট মিলিয়ে ৪৬ ম্যাচে দেখা পেয়েছেন ১৪ গোলের দেখা। আরো সতীর্থদের গোলে অ্যাসিস্ট করেছেন ২১ বার। ক্লাবে অনুশীলনের ব্যস্ততা থাকায় খুশির দিনে অ্যাওয়ার্ড অনুষ্ঠানে উপস্থিত ছিলেন না ইয়ামাল।

ইয়ামালের রাতে লরিয়াসের বর্ষসেরা পুরুষ ক্রীড়াবিদের পুরস্কার জিতেছেন সুইডিশ পোল ভল্টার আরমান্ড ডুপ্ল্যান্টিস। আর বর্ষসেরা নারী ক্রীড়াবিদের পুরস্কার উঠেছে খ্যাতনামা আমেরিকান জিমন্যাস্ট সিমোন বাইলসের হাতে। অবসর ভেঙে ফিরে প্যারিস অলিম্পিকে তিনটি স্বর্ণপদক ও একটি রৌপ্যপদক জেতেন তিনি। সুবাদে চতুর্থবারের মতো বর্ষসেরা ক্রীড়াবিদের খেতাব নিজের করে নিয়ে রেকর্ড গড়েছেন বাইলস। অলিম্পিকের প্যারিস আসরেই বিশ্বরেকর্ড গড়ে পোল ভল্টে চ্যাম্পিয়ন হয়েছিলেন ডুপ্ল্যান্টিস (৬.২৫ মিটার)। এক মাস বাদে সাইলেসিয়া ডায়মন্ড লিগ মিটে নিজের সেই রেকর্ড ভেঙে গড়েন আরেক নয়া রেকর্ড। অবাক করার বিষয় হলো ক্যারিয়ারে ১০ বারের মতো নিজের বিশ্বরেকর্ড ভাঙলেন ডুপ্ল্যান্টিস!

অন্যদিকে বর্ষসেরা দলের পুরস্কার জিতেছে রিয়াল মাদ্রিদ। গত বছর লা লিগা জেতার সঙ্গে কার্লো আনচেলত্তির ক্লাবের শোকেসে উঠেছে ১৫তম চ্যাম্পিয়নস লিগের ট্রফি। আর টেনিসের স্প্যানিশ কিংবদন্তি রাফায়েল নাদাল জিতেছেন স্পোর্টিং আইকন পুরস্কার।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত