আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

ভূমিকম্পে আতঙ্কের মধ্যেই প্রথম সেশন শেষে আয়ারল্যান্ড ৭ উইকেটে ২১১

স্পোর্টস রিপোর্টার

ভূমিকম্পে আতঙ্কের মধ্যেই প্রথম সেশন শেষে আয়ারল্যান্ড ৭ উইকেটে ২১১
ভূমিকম্পে বন্ধ ছিল খেলা। ছবি- সংগ্রহীত

১০.৩৮ মিনিটে পুরো ঢাকা কেঁপে ওঠে ভূমিকম্পে। ব্যতিক্রম ছিল না মিরপুরের শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম। ভূমিকম্প চলাকালে দুই দলের ক্রিকেটাররা ড্রেসিংরুম থেকে বেরিয়ে সবাই ডাগআউটে দাঁড়িয়েছিলেন। আর মাঠে থাকা ক্রিকেটাররা দাঁড়িয়েছিলেন মাঠেই। ৫.৫ মাত্রার হওয়ায় ভূমিকম্পে সবাই আসলে হয়ে ওঠেন নার্ভাস। এমন সেশনে মিরপুরে প্রথম সেশন শেষে আয়ারল্যান্ডের সংগ্রহ ৭ উইকেটে ২১১ রান।

মিরপুরে দিনের শুরু থেকেই দারুণ ব্যাটিং করছিল আয়ারল্যান্ড। আগের দিনের রানের সঙ্গে ৭৭ রান যোগ করে আউট হন স্টিফেন দোহানি। তাইজুল ইসলামের বলে বোল্ড হন তিনি। ভূমিকম্পের আগে দারুণভাবে বাংলাদেশের বোলিং সামলাচ্ছিল আইরিশরা। ভূমিকম্পের কারণে খেলা ২-৩ মিনিটের মতো বন্ধ ছিল। ওই বিরতির পরই প্রথম সেশনে দুই উইকেট হারায় আইরিশরা। প্রথমে ফেরেন দোহানি। পরে সেই তাইজুলের শিকার হয়ে আউট হন অ্যান্ডি ম্যাকব্রাইন। তার ব্যাটে আসেনি কোন রান।

বিজ্ঞাপন

টানা দুই উইকেট হারানোর পর দলের হাল ধরার চেষ্টা করছেন লরকান টাকার ও জর্ডান নেইল। দুজন মিলে ৮ম উইকেট জুটিতে এখন পর্যন্ত ৩৬ রান যোগ করেছেন তারা দুজনে। টাকার ১২০ বলে ৫৬ রান করে অপরাজিত আছেন। নেইল করেন ৪১ বলে ২৪ রান।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ

এলাকার খবর
Loading...