সিপিএলে রিজওয়ানের ভুলে যাওয়ার মতো অভিষেক

স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২২ আগস্ট ২০২৫, ১৩: ৩৫

সবশেষ গত ১৩ ডিসেম্বর পাকিস্তানের হয়ে টি-টোয়েন্টি খেলেন মোহাম্মদ রিজওয়ান। এরপর থেকেই এই সংস্করণে ব্রাত্য হয়ে পড়েছেন। জায়গা হয়নি পাকিস্তানের এশিয়া কাপের স্কোয়াডেও। বসে না থেকে ক্যারিবিয়ান সুপার লিগে (সিপিএল) নাম লিখিয়েছেন রিজওয়ান। যদিও ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে অভিষেকটা ভালো হলো না তার।

ফজল হক ফারুকীর বদলি হিসেবে রিজওয়ানকে দলে নেয় সেন্ট কিটস অ্যান্ড নেভিস প্যাট্রিয়টস। পাকিস্তানি উইকেটরক্ষক ব্যাটারের অভিষেকে বার্বাডোজ রয়্যালসকে ১২ রানে হারিয়েছে ফ্র্যাঞ্চাইজিটি। দল জিতলে ব্যক্তিগত পারফরম্যান্সে হতাশ করেছেন রিজওয়ান।

বিজ্ঞাপন

ওয়ার্নার পার্কে আগে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ১৭৪ রানের পুঁজি পায় সেন্ট কিটস। ৪ নম্বরে ব্যাটিংয়ে নামেন রিজওয়ান। বেশিক্ষণ ক্রিজে টিকে থাকতে পারেননি। জোমেল ওয়ারিকানের বলে বোল্ড হওয়ার আগে ৬ বলে ৩ রান করেন রিজওয়ান।

জবাব দিতে নেমে ১৬২ রানে থামে বার্বাডোজ। ১৪ রানে ৪ উইকেট নেন জেসন হোল্ডার। এর আগে ব্যাট হাতে ২১ বলে ৩৮ রান করেন তিনি। অলরাউন্ড পারফর্ম করে ম্যাচসেরার পুরস্কার জিতেছেন হোল্ডার।

পঞ্চম ম্যাচে এটা সেন্ট কিটসের দ্বিতীয় জয়। ৪ পয়েন্ট নিয়ে টেবিলের দুইয়ে অবস্থান করছেন তারা। এক ম্যাচ কম খেলা অ্যান্টিগা অ্যান্ড বারবুডা ফ্যালকনসের সংগ্রহ ৫ পয়েন্ট। টেবিলের চূড়ায় আছে তারা।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত