আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

প্লে-অফে রিশাদের হোবার্ট হারিকেনস

স্পোর্টস ডেস্ক

প্লে-অফে রিশাদের হোবার্ট হারিকেনস

প্রথমবারের মতো বিগ ব্যাশ খেলতে গিয়ে শুরু থেকে আলো ছড়াচ্ছেন বাংলাদেশের তারকা লেগ স্পিনার রিশাদ হোসেন। এবার তার দল হোবার্ট হারিকেনস পৌঁছে গেছে প্লে-অফে। বৃষ্টিতে পরিত্যক্ত হয়েছে সিডনি সিক্সার্স ও হোবার্ট হারিকেনসের ম্যাচটি। এক পয়েন্ট পেয়ে সবার আগে প্লে-অফ নিশ্চিত করেছে রিশাদের দল।

৯ ম্যাচে ৬ জয় ও একটি পরিত্যক্ত ম্যাচ থেকে বর্তমান চ্যাম্পিয়নদের পয়েন্ট ১৩। গ্রুপ পর্বে হোবার্টের এখনো একটি ম্যাচ বাকি। ৮ ম্যাচে ৫ চয়ে ১০ পয়েন্ট নিয়ে দুইয়ে মেলবোর্ন স্টার্স। সমান ম্যাচে ৪ জয়ে ও একটি পরিত্যক্ত ম্যাচ থেকে মোট ৯ পয়েন্ট নিয়ে তালিকার তিনে সিডনি সিক্সার্স।

বিজ্ঞাপন

সিডনিতে রোববার স্টিভেন স্মিথের ফেরার ম্যাচটিতে খেলা হয় কেবল ৫ ওভার। ৩২ রানের উদ্বোধনী জুটিতে অবিচ্ছিন্ন ছিলেন স্মিথ (১৬ বলে ১৯*) ও বাবর আজম (১৪ বলে ৯*)। এদিন বোলিং পাননি দুর্দান্ত ছন্দে থাকা রিশাদ। বাংলাদেশের এই লেগ স্পিনার হারিকেন্সের হয়ে এখন পর্যন্ত নিয়েছেন ১১ উইকেট। দলের হয়ে তার চেয়ে বেশি উইকেট আছে শুধু ন্যাথান এলিসের, ১২টি।

আগামী বুধবার প্রাথমিক পর্বের শেষ ম্যাচে ব্রিজবেন হিটের মুখোমুখি হবে হোবার্ট হারিকেন্স।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন