আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

কোহলির প্রাপ্তি-আক্ষেপের ম্যাচে জয় ভারতের

স্পোর্টস ডেস্ক

কোহলির প্রাপ্তি-আক্ষেপের ম্যাচে জয় ভারতের

নিউজিল্যান্ড ৫০ ওভারে কাটায় কাটায় ৩০০ রান করার পর জমজমাট লড়াইয়ের আভাস পাওয়া গিয়েছিল। মাঠের লড়াইয়েও সেটাই দেখা গেল। রান তাড়ায় নেমে ভারত জিতল ৬ বল হাতে রেখে, ৪ উইকেটে। সব ছাপিয়ে প্রথম ওয়ানডে হয়ে রইলো বিরাট কোহলির প্রাপ্তি ও আক্ষেপের ম্যাচ।

৯১ বলে ৯৩ রান করেন কোহলি। তাতে আন্তর্জাতিক ক্রিকেটে তৃতীয় ব্যাটসম্যান হিসেবে ২৮ হাজার রানের মাইলফলক ছুঁয়েছেন। প্রাপ্তি হলো শচীন টেন্ডুলকারকে পেছনে ফেলে এই মাইলফলকে কোহলিই এখন দ্রুততম। আক্ষেপ হলো সেঞ্চুরি না পাওয়া।

ম্যাচে ডেভন কনওয়ে (৫৬), হেনরি নিকোলস (৬২) ও ড্যারিল মিচেলের (৮৪) তিন ফিফটিতে ভর করে নিউজিল্যান্ড করে ৮ উইকেটে ৩০০ রান। জবাবে ২৯ বলে ২৬ রানে আউট হন রোহিত শর্মা। এরপর শুভমান গিলকে (৫৬) নিয়ে ১১৮ রানের জুটি গড়েন কোহলি। এরপর আইয়ারের (৪৯) সঙ্গে ৭৭ রানের আরেক জুটিতে ম্যাচ নাগালে নিয়ে আসেন।

তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় ওয়ানডে আগামী বুধবার রাজকোটে।

সংক্ষিপ্ত স্কোর
নিউজিল্যান্ড: ৫০ ওভারে ৩০০/৮ (মিচেল ৮৪, নিকোলস ৬২, কনওয়ে ৫৬; সিরাজ ২/৪০, কৃষ্ণা ২/৬০, রানা ২/৬৫)।
ভারত: ৪৯ ওভারে ৩০৬/৬ (কোহলি ৯৩, গিল ৫৬, আইয়ার ৪৯; জেমিসন ৪/৪১)।
ফল: ভারত ৪ উইকেটে জয়ী।
ম্যান অব দ্য ম্যাচ: বিরাট কোহলি

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন