কনকনে শীতের পরিবেশ ছিল না সিলেটে। তুলনামূলক কম ঠান্ডায় সিলেটে সাধারণ মানুষের জনজীবনে ফিরেছে স্বস্তি। স্বাগতিক সিলেট টাইটান্সের খেলা না থাকায় সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ছিল দর্শকখরা। এমন দিনে বিপিএলের দুই ম্যাচে জ্বলজ্বলে তারা হয়ে ব্যাট হাতে পারফর্ম করেছেন অন্তত পাঁচ ক্রিকেটার। যার মধ্যে ছিল অন্তত তিন বাংলাদেশি ক্রিকেটার। দিনের প্রথম ম্যাচে সিলেটে রংপুর রাইডার্সের বিপক্ষে ৭ উইকেটের জয় পায় রাজশাহী ওয়ারিয়র্স। দ্বিতীয় ম্যাচে ঢাকা ক্যাপিটালসের বিপক্ষে নোয়াখালি এক্সপ্রেসের জয় ৪১ রানে।
দিনের প্রথম ম্যাচে দারুণ পারফর্ম করেন তাওহিদ হৃদয়, নাজমুল হোসেন শান্ত ও মোহাম্মদ ওয়াসিম। তাওহিদ হৃদয়ের ব্যাটে ভর করে আগে ব্যাট করতে নেমে ৪ উইকেটে ১৭৮ রান তোলে রংপুর রাইডার্স। মিডল অর্ডারে খেলা নামা হৃদয় এদিন নামে ওপেনিংয়ে। ইনিংসের শেষ থেকে শুরু পর্যন্ত উইকেটে থাকা এই ডানহাতি ব্যাটার খেলেন ৫৬ বলে ৯৭ রানের ইনিংস। ক্যারিয়ার সেরা ইনিংস খেলার পথে তার ব্যাটে ছিল ৮ চার ও ৬ ছক্কা। এছাড়া ৪৪ রান আসে খুশদিল শাহর ব্যাটে।
তবে তার এই পারফরম্যান্স ম্লান করে দেন রাজশাহীর মোহাম্মদ ওয়াসিম ও নাজমুল হোসেন শান্ত। শুরুতে ধাক্কা খাওয়া রাজশাহী ঘুরে দাঁড়ায় ওয়াসিম-শান্তর দ্বিতীয় উইকেট জুটিতে। দুজন মিলে ৮২ বলে যোগ করেন ১৪২ রান। শান্ত ৪২ বলে ৭৬ রানের ইনিংস খেলে রাজশাহীর জয়ের পথ করে দেন মসৃণ। অন্যদিকে ওয়াসিম ৫৯ বলে করেন ৮৭ রান। তাতে ৭ উইকেটের সহজ জয় পায় রাজশাহী ওয়ারিয়র্স।
দিনের দ্বিতীয় ম্যাচে আগে ব্যাট করতে নেমে উইকেটে ঝড় তোলেন নোয়াখালির দুই ওপেনার হাসান ঈসাখিল ও সৌম্য সরকার। আগের সাত ম্যাচে ওপেনিংয়ে ভালো শুরু না পাওয়া নোয়াখালি গতকাল উদ্বোধনী জুটিতে যোগ করে ১০১ রান। ২৫ বলে ৪৮ রান করে হাফ সেঞ্চুরি মিস করেন সৌম্য সরকার। তার ওপেনিং সঙ্গী মোহাম্মদ নবীর ছেলে হাসান ঈসাখিল করেন ৯২ রান। এছাড়া ১৩ বলে ১৭ রান করেন মোহাম্মদ নবী। তাতে নোয়াখালির সংগ্রহ দাঁড়ায় ৭ উইকেটে ১৮৪ রান।
জবাবে, ১৪৩ রানে অলআউট হয় ঢাকা ক্যাপিটালস। দলটির হয়ে সর্বোচ্চ ৩১ বলে ৩৩ রান করেন অধিনায়ক মোহাম্মদ মিঠুন। এছাড়া শামীম পাটোয়ারি ১৬ বলে ২৯ রান করেন তিনি। হাসান মাহমুদ ২১ রানে নেন দুই উইকেট। দারুণ ব্যাটিং করে ম্যাচসেরা হন হাসান ঈসাখিল।
সংক্ষিপ্ত স্কোর
নোয়াখালি এক্সপ্রেস: ১৮৪/৭, ২০ ওভার (ঈসাখিল ৯২, সৌম্য ৪৮, সাইফউদ্দিন ২/২৩)।
ঢাকা ক্যাপিটালস: ১৪৩/১০, ১৮.২ ওভার (মিঠুন ৩৩, সাইফউদ্দিন ৩৪, হাসান ২/২১)।
ম্যাচসেরা: হাসান ঈসাখিল।
ফল: নোয়াখালি এক্সপ্রেস ৪১ রানে জয়ী।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

