কলম্বোতে জয় দিয়ে ওয়ানডে সিরিজ শুরু করেছে শ্রীলঙ্কা। প্রথম ওয়ানডেতে স্বাগতিক লঙ্কানরা জিতেছে ১৯ রানে। স্পিন বান্ধব উইকেটে শুরুতে ব্যাটিংয়ে নেমে ২৭১ রানের পুঁজি গড়ে শ্রীলঙ্কা। লক্ষ্য তাড়া করতে নেমে বেন ডাকেট (৬২) ও জো রুটের (৬১) ফিফটিতে সফরকারীরা থেমে যায় ২৫২ রানে।
দুর্দান্ত ব্যাটিংয়ে ১১ চারে ৯৩ রানের হার না মানা ইনিংসে শ্রীলঙ্কাকে লড়াকু পুঁজি এনে দেন কুশল মেন্ডিস। ১ ছক্কা ও ৩ বাউন্ডারিতে ১২ বলে ২৫ রানের ক্যামিও ইনিংস খেলেন দুনিথ ওয়েলালাগে। পরে বল হাতে ২ উইকেট শিকার করে হন ম্যাচ সেরা। মেন্ডিসকে ভালো সঙ্গ দিয়েছেন জানিথ লিয়ানাগে। তাদের দুজনের ব্যাটিংয়ের ওপর ভর করে দুইশ ছাড়িয়ে যায় লঙ্কানদের স্কোর। দুই ছক্কা ও পাঁচটি চারে ৫৩ বলে ৪৬ রান করে ফেরেন লিয়ানাগে। তাতে ৮৮ রানের জুটি ভাঙেন রশিদ।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

