আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

ভারতে ঐতিহাসিক সিরিজ জিতল নিউজিল্যান্ড

স্পোর্টস ডেস্ক

ভারতে ঐতিহাসিক সিরিজ জিতল নিউজিল্যান্ড

জেতার জন্য সব রকম চেষ্টাই করলেন বিরাট কোহলি। অসাধারণ ব্যাটিং দৃঢ়তায় সেঞ্চুরিও হাঁকালেন। কোহলি জাদুকরী তিন অঙ্কের দেখা পেলেন ঠিকই, কিন্তু তার দল পেল না জয়ের দেখা। তৃতীয় ওয়ানডেতে তার শতককে ম্লান করে ৪১ রানে জয় ছিনিয়ে নিয়েছে নিউজিল্যান্ড। এ জয়ে ভারতের মাটিতে প্রথমবারের মতো ওয়ানডে সিরিজ জিতেছে কিউইরা। তিন ম্যাচের সিরিজ জিতল ২-১ ব্যবধানে। শুরুতে ব্যাটিংয়ে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেট হারিয়ে ৩৩৭ রানের পুঁজি গড়ে নিউজিল্যান্ড। লক্ষ্য তাড়া করতে নেমে ২৯৬ রান তুলতেই থেমে যায় ভারতের ইনিংস।

বিজ্ঞাপন

ইন্দোরে ওয়ানডে ক্যারিয়ারের ৫৪তম সেঞ্চুরির দেখা পেয়েছেন কোহলি। আর আন্তর্জাতিক ক্রিকেটে এটা তার ৮৫তম শতক। দলকে উপহার দেন ১২৪ রানের দাপুটে এক ইনিংস। ১০৮ বলের ইনিংসে ছিল ১০টি বাউন্ডারি ও তিনটি ছক্কার মার। নিতিশ ৫৭ বলে ৫৩ রান আর ৫৩ বলে ৫২ রান করেন হারশিত।

নিউজিল্যান্ডের জার্সিতে ড্যারেল মিচেল ও গ্লেন ফিলিপস গড়েন ২১৯ রানের বিশাল জুটি। ৮৮ বলে ৯ বাউন্ডারি ও ৩ ছক্কায় ১০৬ রান করেন ফিলিপস। আর ১৩১ বলে ১৫ বাউন্ডারি ও ৫ ছক্কায় ১৩৭ রান করেন মিচেল।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন