হামজাদের হ্যাটট্রিক জয়

স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২০ জুলাই ২০২৫, ১৬: ৪০
আপডেট : ২০ জুলাই ২০২৫, ১৬: ৫৬

ইংলিশ প্রিমিয়ার লিগের সবশেষ মৌসুমটা খুবই বাজেভাবে পার করেছে লেস্টার সিটি। অবনমন হওয়ায় আসন্ন মৌসুমে দ্বিতীয় স্তরের লিগ চ্যাম্পিয়নশিপে খেলতে হবে তাদেরকে। যদিও কোচিংয়ে মার্টি সিফুয়েন্তেসকে এনে নতুনভাবে ঘুরে দাঁড়ানোর স্বপ্ন দেখছে দলটি। প্রাক-মৌসুম প্রীতি ম্যাচেও দুর্দান্ত সময় কাটছে ক্লাবটির। টানা তিন জয় তুলে নিয়েছে তারা। এবার হাঙ্গেরির শীর্ষ লিগের ক্লাব জেটিইকের বিপক্ষে ১-০ গোলে জিতল তারা। এর আগে ওড হাভেরলে লুভেন ও পিটারবোরোকে হারায় তারা।

জেটিইকে'র বিপক্ষে এদিন শুরুর একাদশে ছিলেন বাংলাদেশি বংশোদ্ভুত হামজা চৌধুরী। স্কোয়াড বাজিয়ে দেখতে শুরুর একাদশে বেশকিছু চমক রেখেছিলেন সিফুয়েন্তেস। প্রথমার্ধের বিরতির পর অবশ্য একাদশে দশটি পরিবর্তন আনেন তিনি। শুরুর একাদশে চমক থাকলেও পুরনো স্টাইল ৪-২-৩-১ ফরমেশনে খেলেছে লেস্টার।

বিজ্ঞাপন

হাঙ্গেরির মাঠে প্রচন্ড গরমের মাঝেও জেটিই’র ওপর আধিপত্য বিস্তার করে খেলেছে লেস্টার। যদিও প্রথমার্ধে খুব বেশি সুযোগ তৈরি করতে পারেনি সফরকারীরা। বিরতির পর ব্যবধান গড়ে দেওয়া গোলটির দেখা পায় তারা। ৭০ মিনিটে বক্সের ভেতর থেকে জালের ঠিকানা খুঁজে নেন লেস্টারের ঘানিয়ান ফরোয়ার্ড জর্ডান আয়েউ। এর আগে লুভেনের বিপক্ষে জয়ের দিনেও গোল করেছিলেন তিনি। আগামী ২৫ জুলাই দুটি প্রীতি ম্যাচ খেলবে লেস্টার। সাড়ে পাঁচ ঘণ্টার ব্যবধানে লভিভ ও কোলনের বিপক্ষে ম্যাচ দুটি খেলবে তারা।

সাব-জেলে অভিযুক্ত সেনা কর্মকর্তারা, সরকারের কাছে যে আহ্বান জানালেন ব্যারিস্টার আরমান

অসদাচারণের দায়ে টঙ্গী পাইলট স্কুলের ভারপ্রাপ্ত অধ্যক্ষকে শোকজ

জরুরি অবস্থা জারি করলেন পেরুর প্রেসিডেন্ট

গুম-খুনে জড়িত ১৫ সেনা কর্মকর্তা চাকরিচ্যুত। ট্রাইব্যুনালে হাজির। সাবজেলে প্রেরণ

এবার ১ টাকায় গরুর মাংস বিতরণের ঘোষণা সেই এমপি প্রার্থীর

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত