হেসনের সমালোচনার জবাব ইমনের

স্পোর্টস রিপোর্টার
প্রকাশ : ২১ জুলাই ২০২৫, ১২: ২১

‘মিরপুরের উইকেট আন্তর্জাতিক মানের নয়’ সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে বাংলাদেশের কাছে ৭ উইকেটে হারের পর এমন মন্তব্য করেন পাকিস্তানের কোচ মাইক হেসন। তার সেই সমালোচনার জবাব দিয়েছেন স্বাগতিকদের ওপেনার পারভেজ হোসেন ইমন। তার দাবি, উইকেটে মানিয়ে নিতে না পারায় ব্যাটিংয়ে দিনটা খারাপ গেছে পাকিস্তানের।

মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচটিতে লড়াইয়ের পুঁজিই পায়নি পাকিস্তান। মাত্র ১১০ রানে গুটিয়ে যায় তারা। জবাব দিতে নেমে ১৫.৩ ওভারে জয়ের বন্দরে পৌঁছে যায় বাংলাদেশ। স্বাগতিকদের হয়ে ৩৯ বলে ৩ চার ও ৫ ছয়ের সাহায্যে ৫৬ রানের অপরাজিত ইনিংস খেলেন ইমন। ম্যাচসেরার পুরস্কার জিতেছেন এই বাঁহাতি ব্যাটার। দারুণ ব্যাটিংয়ে দল জেতানোর পর সংবাদ সম্মেলনে হাজির হন ইমন।

বিজ্ঞাপন

সেখানেই তার কাছে জানতে চাওয়া হয়- হেসনের দাবি কতটুকু যৌক্তিক? জবাবে ইমন বলেন, ‘নাহ, এমন কিছু মনে হয়নি। আমরা ১১০ রান করছি ১৬ ওভারে। আমরা যদি ২০ ওভারও খেলতাম ১৬০ রান করতে পারতাম। তো আমার কাছে এমন কিছু মনে হয়নি। হতে পারে ওরা মানিয়ে নিতে পারিনি, আমরা মানিয়ে নিতে চেষ্টা করছি।’

লক্ষ্য তাড়ায় পাকিস্তানের মতো বাংলাদেশও বিপদে পড়েছিল। দলীয় ৭ রানেই ফিরে যান তানজিদ হাসান তামিম ও লিটন দাস। সেখান থেকে ৭৩ রানের জুটি গড়ে দলের জয়ের পথ সুগম করেন ইমন ও তাওহীদ হৃদয়।

এই প্রসঙ্গে ইমন বলেন, ‘জুটি করার চেষ্টা করছি, ইন্টেন্ট ভালো ছিল। কথা ছিল ইন্টেন্ট ঠিক থাকবে কিন্তু ঝুকিমুক্ত যতটা খেলা যায়। আমরা দ্রুত অ্যাসেস করতে পারছি, দুটো উইকেট আর্লি পড়তেই পারে এটা স্বাভাবিক। কিন্তু আমরা অন্যরা যারা ব্যাটিং করছি উইকেটটা অ্যাসেস করছি।’

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত