এনসিএলে নতুন দল ময়মনসিংহ

আমার দেশ ডেস্ক
প্রকাশ : ১০ আগস্ট ২০২৫, ০২: ৪৫

লম্বা বোর্ডসভায় বিসিবি বৈঠকে বসেছিল ১৪ এজেন্ডা নিয়ে। বিপিএল, প্রধান অর্থ কর্মকর্তাসহ নানান বিষয়ে আলোচনা হয়েছে গতকালকের বোর্ডসভায়। এবারের সভায় জাতীয় ক্রিকেট লিগের (এনসিএল) নতুন দল হিসেবে ময়মনসিংহকে অনুমোদন দিয়েছে বিসিবি। ফলে এনসিএল থেকে বাদ পড়ছে ঢাকা মেট্রো। পাশাপাশি আগামী বিপিএল থেকে দুর্নীতি দমন বিরোধী ইউনিট হিসেবে কাজ করবে আইসিসির বিশেষায়িত ইউনিট। এজন্য আইসিসিতে কাজ করা অ্যালেক্স মার্শালকে নিয়োগ দিয়েছে বিসিবি।



গতকালকের বোর্ডসভায় নতুন কিউরেটর হিসেবে টনি হেমিংয়ের নিয়োগ চূড়ান্ত করেছে বিসিবি। তাকে হেড অব টার্ফ ম্যানেজমেন্ট হিসেবে নিয়োগ দিয়েছে। এছাড়া গত বিপিএলে দুর্বার রাজশাহী ও চিটাগং কিংসের পাওনা মিটিয়ে দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। রাজশাহী গত আসরের হোটেল বিল ও খেলোয়াড়দের পাওনা বাকি রেখেছে। তাদের হোটেল বিল পরিশোধ করবে বিসিবি। অন্যদিকে চিটাগং কিংসে কাজ করা কোচ শন টেইটের বকেয়া পরিশোধ করবে। অ্যালেক্স মার্শালকে নিয়োগ দেওয়ার ব্যাপারে ইফতেখার রহমান মিঠু বলেন, ‘বিপিএলের আগামী আসরের জন্য আমরা আইসিসি ইন্টিগ্রিটি ইউনিটকে নিয়োগ দিয়েছি। বিপিএলের আগামী মৌসুমে তারা কাজ করবে।’

বিজ্ঞাপন

এনসিএলে ময়মনসিংহ বিভাগকে খেলার সুযোগ দেওয়ার দাবি অনেক পুরোনো। ২০১৫ সালে বিভাগ হওয়ার পর থেকেই এই দাবি হয়ে আসছিল। অবশেষে আগামী মৌসুম থেকে তা কার্যকর করা হচ্ছে। এনসিএলের চারদিনের টুর্নামেন্ট থেকে খেলবে ময়মনসিংহ। অন্যদিকে বিপিএলের ইভেন্ট ম্যানেজমেন্ট প্রতিষ্ঠান চূড়ান্ত করার সিদ্ধান্ত থাকলেও তা হয়নি।

বিষয়:

এনসিএল
এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত